পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Woman Travels to Pakistan: পাকিস্তানে গিয়েও চিন্তায় অঞ্জু, বিয়ে করার পরিকল্পনা নেই দাবি ফেসবুক বন্ধুর - জয়পুরে

সম্প্রতি পাকিস্তান থেকে গ্রেটার নয়ডায় পৌঁছে গিয়েছিল সীমা হায়দার ৷ আর সীমার পর এখন সারা দেশে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছেন আলওয়ারের ভিওয়াড়ির অঞ্জু। চার দিন আগে অঞ্জু তাঁর স্বামীকে জয়পুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে জানা যায়, প্রেমিকের সঙ্গে দেখা করতে অঞ্জু পাকিস্তানে পৌঁছে গিয়েছে।

Etv Bharat
চিন্তায় অঞ্জু

By

Published : Jul 24, 2023, 5:20 PM IST

Updated : Jul 24, 2023, 7:24 PM IST

আলওয়ার/পেশোয়ার, 24 জুলাই:প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জু এখন বাড়িতে রাখা নিজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিন্তিত ৷ যদিও স্বামীর সঙ্গে ফোনে কথা হলে, পাকিস্তানে প্রেমিকের সঙ্গে তিনি বিয়ে করেছেন কি না, অথবা আদৌ তিনি কবে দেশে ফিরবেন, সেসব প্রশ্নের কোনও সদুত্তর অবশ্য দেননি অঞ্জু ৷ তবে আলমারিতে রাখা তাঁর প্রয়োজনীয় কাগজপত্র এবং জামাকাপড়ে যেন হাত দেওয়া না হয়, সে কথা বারবার বলেছেন তিনি ৷

যদিও ওই মহিলার বন্ধু নাসরুল্লাহ জানিয়েছেন, যে 34 বছর বয়সি অঞ্জুকে বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁর নেই ৷ ফেসবুকে অঞ্জুর সঙ্গে 2019 সালে বন্ধুত্ব হয় নাসরুল্লাহর ৷ পেশোয়ার থেকে প্রায় 300 কিলোমিটার দূরে কুলশো গ্রামে থাকেন নাসরুল্লাহ ৷ তিনি বলেন, "অঞ্জু পাকিস্তানে আছেন ৷ আমাদের বিয়ে করার কোনও পরিকল্পনা নেই।" তিনি আরও বলেন, "অঞ্জু তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী 20 অগস্ট নিজের দেশে ফিরে যাবেন ৷" নাসরুল্লাহর দাবি, অঞ্জু তাঁর পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গে বাড়ির আলাদা ঘরেই থাকছে ৷

সম্প্রতি পাকিস্তান থেকে গ্রেটার নয়ডায় পৌঁছে গিয়েছিল সীমা হায়দার ৷ পাবজি খেলা থেকে প্রেম, আর তারপরই পাকিস্তান থেকে সোজা ভারতে চলে আসেন সীমা হায়দার ৷ শুধু তাই নয়, এখানে এসে ধর্ম পরিবর্তনের পর সচিন মীনাকে বিয়েও করেছেন সীমা ৷ দু'জনের নেপালেও আগে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের দু'জনের বিয়ের ছবিও সামনে এসেছে ৷ আর সীমার পর এখন সারা দেশে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছেন আলওয়ারের ভিওয়াড়ির অঞ্জু।

জানা গিয়েছে, চার দিন আগে অঞ্জু তাঁর স্বামীকে জয়পুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। অঞ্জুর স্বামী জানান, যে স্ত্রী বেড়াতে যাচ্ছেন বলে বেরোলেও পরে তাঁরা জানতে পারেন অঞ্জু পাকিস্তানে পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় পাকিস্তানের লাহোরে বসবাসকারী নাসরুল্লাহ নামের এক যুবকের সঙ্গে অঞ্জুর বন্ধুত্ব হয় ৷ এরপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। দু'জনেই ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন বলেও জানা গিয়েছে ৷ এরপরই নাসরুল্লাহর সঙ্গে দেখা করতে ট্যুরিস্ট ভিসায় পাকিস্তান পৌঁছে যান অঞ্জু।

রবিবার অঞ্জুর পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে, তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। অঞ্জুর স্বামী অরবিন্দ এর মাঝে তাঁর সঙ্গে ফোনে কথাও বলেন বলে জানা গিয়েছে। অরবিন্দ জানান, অঞ্জু তাঁকে জানিয়েছেন, তাঁর কাগজপত্র যেন কাউকে না-দেওয়া হয় ৷ এমনকী তাঁর পোশাকেও যেন কেউ হাত না-দেয় তাও জানিয়েছেন তিনি ৷ অঞ্জু জানিয়েছেন, যেন বলা হয় তিনি কাগজপত্র সঙ্গে নিয়ে গিয়েছেন। একইসঙ্গে অঞ্জুর দাবি, মিডিয়ার একটা ইস্যু দরকার। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।

আরও পড়ুন: নীল পাখি সরিয়ে এল 'এক্স', টুইটারের নাম বদলালেন ইলন মাস্ক

যদিও স্বামী অঞ্জুর কাছে তিনি কবে ফিরবেন জানতে চাইলে, তিনি কোনও উত্তর দেননি ৷ অঞ্জু পাকিস্তানে বিয়ে করেছেন কি না, জানতে চাওয়া হলেও অঞ্জুর কোনও উত্তর পাওয়া যায়নি ৷ পরে কথা হবে বলে ফোন রেখে দেন তিনি। এই কথোপকথনের সময়ই অঞ্জুকে তাঁর কাগজপত্র এবং পোশাক নিয়ে খুব চিন্তিত দেখিয়েছে ৷ এমন পরিস্থিতিতে পুলিশের অনুমান, মহিলার পোশাক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ৷ একই সঙ্গে, তাঁর কথা থেকেই স্পষ্ট যে, পাকিস্তানে যাওয়ার জন্য অনেকদিন ধরেই প্রস্তুতি নিয়েছিলেন অঞ্জু। সেই সঙ্গে, অঞ্জু ভারতে আসার পর বেশ কিছু ঘটনা ঘটতে পারে বলেও মনে করছে তদন্তকারীরা। অন্যদিকে, পাকিস্তানেও প্রশাসন ক্রমাগত অঞ্জুকে জিজ্ঞাসাবাদ করছে। আর ভারতেও পুলিশ অঞ্জুর স্বামীকে এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন: ডায়ামন্ডহারবারের বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে অভিযুক্ত তৃণমূল, হাইকোর্টের দ্বারস্থ পরিবার

Last Updated : Jul 24, 2023, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details