স্টাডবার্গেন (জার্মানি), 21 জানুয়ারি : 23 জানুয়ারি তাঁর 125তম জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে উন্মোচিত হবে নেতাজির মূর্তি । তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi to unveil Netaji Statue at India Gate) । এই খবরে খুশি নেতাজি কন্যা অনিতা বসু পাফ । জানালেন, এমন সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক ।
অনিতা বলেন, “মূর্তি স্থাপন করে তাঁকে সম্মান জানানো দৃষ্টান্তমূলক । তবে যা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তা হল, আজকের জীবনযাত্রায় এবং রাজনীতিতে নেতাজির মূল্যবোধ এবং ধারণাগুলিকে পুনরুজ্জীবিত করা এবং শক্তিশালী করা । তা শুধু রাজনীতিবিদদের জন্যই নয়, প্রতিটি পুরুষ ও মহিলার জন্য প্রযোজ্য হওয়া উচিত ।”