দিল্লি, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন দেওয়ার দাবির বিরোধিতা করলেন তাঁর কন্যা অনিতা বসু পাফ ৷ তাঁর মতে, এতদিন পর তাঁকে ভারতরত্ন দেওয়ার কোনও মানে হয় না ৷ কারণ তিনি মনে করেন, এক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে ৷
125তম জন্মদিনের ঠিক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি উঠেছে ৷ এই বিষয়ে অনিতা বসু পাফ বলেছেন, "এতদিন পর নেতাজিকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবির আমরা বিরোধিতা জানাই ৷ এর আগে কম যোগ্যতা সম্পন্ন বহু মানুষ এই সম্মান পেয়েছেন ৷ নেতাজিকে প্রথম ভারতরত্ন দেওয়া হলে সেটাই হত যথাযথ ৷ কিন্তু এখন আর সেটা সম্ভব নয় ৷" যদিও নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ আশা করছেন, যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন ৷