মুম্বই, 20 মার্চ : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তোলাবাজির অভিযোগ ৷ এবং সেই তোলাবাজি করানো হতো মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশ অফিসার সচিন ওয়াজ়ে দিয়ে ৷ মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা একটি চিঠিতে এমনই অভিযোগ করেছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং ৷ তিনি অভিযোগ করেছেন ওয়াজ়েকে দিয়ে প্রতি মাসে শহরের বড় বড় শিল্পপতিদের থেকে প্রায় 100 কোটি টাকার তোলাবাজি করাতেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ৷
যদিও অনিল দেশমুখ এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পাল্টা পরম বীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নিজেকে পরবর্তী তদন্তের হাত থেকে বাঁচাতে প্রাক্তন পুলিশ কর্তা, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনছেন ৷ অনিল দেশমুখ টুইটে অভিযোগ করেন, ‘‘পরম বীর সিং তাঁর বিরুদ্ধে পরবর্তী তদন্তের হাত থেকে নিজেকে বাঁচাতে এই মিথ্যা অভিযোগ করেছেন ৷’’ প্রসঙ্গত, সচিন ওয়াজ়েকে গ্রেফতারের পরেই পুলিশ কমিশনার পরম বীর সিং-কে বদলি করা হয় হোমগার্ডের ডিজি পদে ৷