পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Triple Talaq: ভিডিয়ো কলে স্ত্রীর মুখ দেখেই অগ্নিশর্মা ! ফোনেই তালাক দিলেন স্বামী - ফোনে স্ত্রীকে তালাক

ভ্রু প্লাক করেছেন স্ত্রী ৷ সৌদি আরব থেকে ভিডিয়ো কলে তা দেখেই রাগে স্ত্রীকে ফোনেই তালাক দিলেন ব্যক্তি ৷ ঠিক কী হয়েছিল সেদিন ?

ETV Bharat
ভ্রু প্লাক করায় স্ত্রীকে ফোন মারফত তালাক

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 12:28 PM IST

কানপুর, 1 নভেম্বর: সৌদি আরবে কর্মরত এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ফোন করে তিন তালাক দিয়েছেন ৷ তবে এভাবে তালাক দেওয়ার কারণ জানলে অবাক হবেন আপনিও ৷ স্ত্রী পার্লার গিয়ে ভ্রু প্লাক করিয়েছেন ৷ আর এই কাজ মোটেও পছন্দ ছিল না স্বামীর ৷ তাতেই উত্তরপ্রদেশের কানপুরে বসবাসকারী স্ত্রীকে ফোন করে তালাক দিয়েছেন সৌদি আরবে থাকা স্বামী ৷ জানা গিয়েছে, ভিডিয়ো কলে কথা বলার সময় স্ত্রীর কুঁচকে যাওয়া ভ্রু দেখে প্রথমে রেগে যান মহম্মদ সেলিম এবং ফোন কেটে দেন ৷ এরপর দ্রুত ফের স্ত্রী গুলসাবাকে অডিয়ো কল করে বৈবাহিক সম্পর্ক শেষ করার জন্য তিনবার তালাক উচ্চারণ করেন ৷

এই ঘটনায় গুলসাবা স্থানীয় বাদশাহিনাকা থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ এরপরই তদন্তে নামে পুলিশ ৷ বাদশাহিনাকা থানা এলাকার কুলি বাজারের বাসিন্দা গুলসাবার অভিযোগ অনুযায়ী জানা গিয়েছে, ধর্মীয় রীতি মেনেই প্রয়াগরাজের কোহনা ফুলপুরের বাসিন্দা মহম্মদ সেলিমের সঙ্গে 2022 সালের 17 জানুয়ারি নিকাহ হয় তাঁর ৷

পুলিশ সূত্রের খবর, সামর্থ্যের বাইরে গিয়েও মেয়ের বিয়েতে অনেক যৌতুক দিয়েছিলেন গুলসাবার বাবা-মা ৷ কিন্তু তাতেও খুশি ছিল না শ্বশুরবাড়ির লোকজন ৷ তাঁরা যৌতুক হিসেবে এরপরেও একটি গাড়ি চেয়েছিল ৷ বিয়ের তিনমাস পর স্বামী সৌদি আরবে কাজে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন গুলসাবাকে হেনস্থা করতে শুরু করে ৷ স্বামী ফিরলে সব সমস্যার সমাধান হবে ভেবে চুপ করে ছিলেন গুলসাবা ৷

এফআইআরের অভিযোগে গুলসাবা করে আরও জানান, শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য চাপ দিতে তাঁর স্বামীকে প্ররোচিত করত ৷ 4 অক্টোবর যখন গুলসাবা মামারবাড়িতে ছিলেন তখন সেলিম ভিডিয়ো কল করে প্লাক করা ভ্রু দেখতে পান ৷ তখনই পার্লার গিয়ে ভ্রু প্লাক করার কারণ জিজ্ঞাসা করেন তিনি ৷ এরপর ফোন কেটে দিয়ে ফের অডিয়ো কল করে গুলসাবাকে তালাক দিয়ে ফের কলটি কেটে দেন ৷

এই বিষয়ে কলোনেলগঞ্জের এসিপি নিশাঙ্ক শর্মা বলেন, "ওই মহিলা বাদশাহিনাকা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ যৌতুকের জন্য শ্বশুরবাড়ির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন ৷ তাঁর অপছন্দ সত্ত্বেও মহিলা ভ্রু প্লাক করায় তালাক দিয়েছেন স্বামী ৷ আমরা বিষয়টি দেখছি ৷ মামলার ভিত্তিতে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷"

সুপ্রিম কোর্টে কড়া নির্দেশিকা জারির পরেও তিন তালাকের ঘটনা ঘটে চলেছে । কখনও ফোন, কখনও বা চিঠিতে তিন তালাক দেওয়ার নিয়ম আটকানো যাচ্ছে না।

আরও পড়ুন : ভালোবেসে বিয়ের দু'মাসের মধ্যেই তালাকের চিঠি, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা

ABOUT THE AUTHOR

...view details