পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rape Allegation in AP: গর্ভবতী নাবালিকা, ধর্ষণের অভিযোগ সরকারি কাজে সাহায্যকারী ভলেন্টিয়ারের বিরুদ্ধে - অন্ধ্রে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

অন্ধ্র্রপ্রদেশের এলুরু জেলায় সরকারি কাজে সাহায্যকারী এক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 11:00 PM IST

এলুরু (অন্ধ্রপ্রদেশ), 18 অক্টোবর: লাগাতার ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে এক নাবালিকা, এই অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ ৷ যে ব্যক্তির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে তিনি উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্র্রপ্রদেশের এলুরু জেলার ডেন্ডুলুরু মণ্ডল এলাকায় ৷ অভিযুক্তের নাম নীলাপু শিবকুমার ৷ নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের অভিযোগ নিতে চায়নি ৷ ওই অভিযুক্ত অন্ধ্রের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের কয়েকজন নেতার ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, 2 মাস আগে ওই কিশোরীর অভিভাবকদের আধার কার্ড পরীক্ষার নাম করে তার বাড়িতে যায় ওই অভিযুক্ত ৷ সেসময় ওই কিশোরী বাড়িতে একা ছিল ৷ অভিযোগ, সেই সুযোগে ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণ করে ৷ এরপর একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত ৷ যার ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা ৷

কয়েকদিন আগে যখন তাঁর দাদু-দিদার বাড়ি ঘুরতে যায় ওই কিশোরী, সেখানে সে অসুস্থ হয়ে পড়ে ৷ স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায় সে গর্ভবতী ৷ এরপর বিষয়টি গ্রাম পঞ্চায়েতে জানানো হয় ৷ পঞ্চায়েতের চাপে অভিযুক্ত ওই নাবালিকাকে বিয়ে করতে ও তার পরিবারকে 10 হাজার টাকা দিতে রাজি হয় ৷ এই প্রস্তাবে রাজি হয় ওই নাবালিকা ও তার পরিবার ৷ কিন্তু অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিলেও পালিয়ে যায় ওই অভিযুক্ত ৷

আরও পড়ুন: বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড ভলান্টিয়ারের বিরুদ্ধে! পলাতক অভিযুক্ত

এরপর নাবালিকার পরিবারের তরফে স্পেশাল এলুরু দীশা পুলিশ স্টেশনে যাওয়া হয় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে ৷ কিন্তু সেখানে কোনও পুলিশ আধিকারিক নাথাকায় তাদের পাঠানো হয় দেন্দুলুরু পুলিশ স্টেশনে ৷ কিন্তু সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় ৷ এরপর পরিবারটির তরফে সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয় ৷ এরপর 5 অক্টোবর ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ এলুরুর পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে, দোষ প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details