বিশাখাপত্তনম, 9 এপ্রিল:গণধর্ষণে অভিযুক্ত 21 পুলিশ কর্মীকে নির্দোষ ঘোষণা করল অন্ধ্রপ্রদেশের বিশেষ আদালত ৷ 16 বছর আগের সেই ঘটনায় অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় কোন্ধ আদিবাসী সমাজের 11 জন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ তবে, আদালত তার রায়ে বলা হয়েছে, "তদন্তকারী দুই আধিকারিক স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ হয়েছেন ৷ তাই কোর্ট অভিযুক্তদের প্রাথমিকভাবে নির্দোষ ঘোষণা করেছে ৷" গত বৃহস্পতিবার এই মামলার রায় বেরিয়েছে ৷
2007 সালের অগস্ট মাসে অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ডসের বিশেষ বাহিনীর পুলিশকর্মীরা আদিবাসী ওই মহিলাদের ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে ৷ সেই নৃশংস ঘটনার শুনানি 2018 সালে বিশাখাপত্তনমে শুরু হয় ৷ অর্থাৎ, মাঝে 11 বছর এই মামলার কোনও শুনানি হয়নি ৷ তফসিলি জাতি ও উপজাতি (নিপীড়ন প্রতিরোধ) আইনের অধীনে এই মামলার শুনানি চলেছে ৷ গত বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ কর্মীদের নির্দোষ ঘোষণা করেছে আদালত ৷ কিন্তু, সেখানে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷