তিরুপতি, 13 মে : 'ম্যায় ঝুকেগা নহি...', দেশ ছাড়িয়ে বিশ্বে সিনেপ্রেমীদের মধ্যেও সাড়া ফেলেছে আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রাইজ । ছবিতে রাউডি কেতায় লাল চন্দন কাঠ পাচার করতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। ছবির গান থেকে ডায়ালগ অনুকরণ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। পর্দায় পুষ্পা পুলিশের চোখে ধূলো দিলেও, বাস্তবে লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশে জালে 8 পাচারকারী ৷
লাল চন্দন কাঠ পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল অন্ধ্রপ্রদেশ পুলিশ (Police arrests red sandal smuggling gangs in Andhra Pradesh)৷ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে 8 কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ ৷ দুটি জায়গা থেকে মোট 8 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এসভি পুরম টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই পাচারকারীদের ৷ পুলিশ জানিয়েছে, একটি ছোট গাড়ি করে এই চন্দন কাঠগুলিকে পাচারের উদ্দেশ্যে চেন্নাইয়ে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা ৷