পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Red Sandal Smuggling : লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে বাস্তবের 'পুষ্পা' - police arrests red sandal smugglers in Andhra Pradesh

শুক্রবার দুটি পৃথক অভিযান চালিয়ে আট চন্দন কাঠ পাচারকারীকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ (police arrests red sandal smugglers in Andhra Pradesh)

red sandal smuggling gang arrested
চন্দন কাঠ পাচার রুখল অন্ধ্র পুলিশ

By

Published : May 13, 2022, 9:16 PM IST

তিরুপতি, 13 মে : 'ম্যায় ঝুকেগা নহি...', দেশ ছাড়িয়ে বিশ্বে সিনেপ্রেমীদের মধ্যেও সাড়া ফেলেছে আল্লু অর্জুনের পুষ্পা: দ্য রাইজ । ছবিতে রাউডি কেতায় লাল চন্দন কাঠ পাচার করতে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। ছবির গান থেকে ডায়ালগ অনুকরণ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। পর্দায় পুষ্পা পুলিশের চোখে ধূলো দিলেও, বাস্তবে লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশে জালে 8 পাচারকারী ৷

লাল চন্দন কাঠ পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল অন্ধ্রপ্রদেশ পুলিশ (Police arrests red sandal smuggling gangs in Andhra Pradesh)৷ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে 8 কোটি টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে পুলিশ ৷ দুটি জায়গা থেকে মোট 8 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এসভি পুরম টোল প্লাজা এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই পাচারকারীদের ৷ পুলিশ জানিয়েছে, একটি ছোট গাড়ি করে এই চন্দন কাঠগুলিকে পাচারের উদ্দেশ্যে চেন্নাইয়ে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা ৷

চন্দন কাঠ পাচার রুখল অন্ধ্র পুলিশ

আরও পড়ুন :সেলুনে অপেশাদারদের দিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, উদ্বিগ্ন দিল্লি হাইকোর্ট

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে সেন্থিল কুমার নামে এক ব্যক্তি রয়েছে, যে বিদেশেও লাল চন্দন কাঠ পাচার করত ৷ মোট 191টি চন্দন কাঠের গুড়ি উদ্ধার করা হয়েছে এদিন ৷ এছাড়াও 8টি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে লাল চন্দন কাঠের ছোট ছোট টুকরো ৷ এদিন, অন্ধ্রেরই সত্যসাঁই জেলায় ভেলাগামেকালাপল্লিতে 88 নম্বর জাতীয় সড়কের কাছে অভিযান চালিয়ে আরও 40টি লাল চন্দন গাছের গুড়ি উদ্ধার করেছে পুলিশ ৷ চিগিরালা জঙ্গল থেকে এই গাছগুলি কেটে তা পাচারের অভিযোগ উঠেছে গুট্টুর গ্রামের এক স্বেচ্ছাসেবকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে, 6 পাচারকারী পলাতক ৷

ABOUT THE AUTHOR

...view details