পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrababu Naidu on bail: চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাখা যাবে না কোনও পুলিশ আধিকারিক, নির্দেশ হাইকোর্টের - টিডিপি প্রধান

আইনজীবী ডি শ্রীনিবাস আদালতে সওয়াল করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে দু'জন ডিএসপি নিয়োগ করা আদতে তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘন করার সামিল ৷ আদালতও এদিন চন্দ্রবাবু নাইডুর আইনজীবীর যুক্তির সঙ্গে সহমত পোষণ করেছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 6:41 PM IST

অমরাবতী, 3 নভেম্বর: টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দুই জন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিককে নিযুক্ত করার জন্য সিআইডির অন্তর্বর্তী আবেদন প্রত্যাখ্যান করেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ চিকিৎসার জন্য এই মুহূর্তে জামিনে আছেন চন্দ্রবাবু নাইডু ৷ আর এই সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য দুই ডিএসপি-কে নিয়োগ করতে চেয়েছিল সিআইডি ৷ একই সঙ্গে সিআইডির তরফে জানানো হয়েছিল, এই পুলিশ আধিকারিকরা নিয়মিত আদালতে রিপোর্টও জমা দেবেন ৷ শুক্রবার সিআইডি'র সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট ৷

আদালত অবশ্য এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের শর্ত বহাল রেখেছে। সিআইডি'র আবেদন প্রত্যাখ্যান করে হাইকোর্ট জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে অন্তর্বর্তীকালীন জামিনকে হেফাজতের জামিনের সমান মনে করা উচিত নয়। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পি সুধাকর রেড্ডি এদিন সিআইডি'র পক্ষে সওয়াল করেন ৷ অন্যদিকে, ডি শ্রীনিবাস চন্দ্রবাবু নাইডুর পক্ষে আদালতে সওয়াল করেন ৷

আদালত চন্দ্রবাবু নাইডুর আইনজীবীর যুক্তির সঙ্গে সহমত পোষণ করেছে ৷ আইনজীবী ডি শ্রীনিবাস আদালতে সওয়াল করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে দু'জন ডিএসপি নিয়োগ করা আদতে তাঁর গোপনীয়তার অধিকার লঙ্ঘন করার সামিল ৷ যদিও, আদালত টিডিপি সুপ্রিমোকে স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারির মামলা সম্পর্কিত কোনও প্রকাশ্য মন্তব্য করা বা কোনও জনসভা এবং সভা সংগঠিত করার পাশাপাশি কোনও অংশগ্রহণ করা থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশ দিয়েছে।

জামিনের নির্দেশে নাইডুর জন্য যে শর্তগুলি দেওয়া হয়েছিল তা ফের একবার এদিন হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে ৷ একই সঙ্গে হাইকোর্ট এদিন নির্দেশে জানিয়েছে, চন্দ্রবাবু নাইডুকে সংশ্লিষ্ট মামলার ঘটনাগুলির সঙ্গে পরিচিত যে কোনও ব্যক্তিকে কোনওরকম প্রলোভন দেওয়া, কোনও হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া থেকেও বিরত থাকতে হবে ৷

আরও পড়ুন: কেসিআর-এর বিরুদ্ধে প্রার্থী হওয়ার ঘোষণা 100 পোলট্রি চাষির

গত 31 অক্টোবর স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারির মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট চন্দ্রবাবুকে চিকিৎসার জন্য চার সপ্তাহের জামিন দিয়েছে ৷ 53 দিন জেলে থাকার পর এরপর নাইডু রাজামহেন্দ্রভারম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছেন। (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details