অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 9 অক্টোবর: তিনটি মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামিনের আবেদন খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । সোমবার আদালত ফাইবারনেট, অমরাবতী ইনার রিং রোড এবং অ্যাঙ্গালু হামলার মামলায় তাঁর দায়ের করা আগাম জামিনের আবেদনের উপর রায় দিয়েছে । হাইকোর্ট সম্প্রতি এই তিনটি মামলার শুনানি শেষে রায় সংরক্ষণ করে রেখেছে ।
গত বছরের 9 মে সিআইডি ওয়াইএসআরসিপি বিধায়ক আল্লা রামকৃষ্ণ রেড্ডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল ৷ অভিযোগ ছিল, অমরাবতীতে ইনার রিং রোড এবং এর সংযোগকারী রাস্তাগুলির প্রান্তিককরণের জন্য পরিকল্পনার নকশায় অনিয়ম ছিল । এই মামলায় সিআইডি চন্দ্রবাবুকে প্রথম অভিযুক্ত করে । এরপরেই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন চন্দ্রবাবু । তাঁর পক্ষে যুক্তি পেশ করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা । সিআইডির পক্ষে সওয়াল করেন এজি শ্রীরাম । উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত আজ চন্দ্রবাবুর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন ।
বিগত সরকারের আমলে ফাইবারনেটে অনিয়মের অভিযোগে চন্দ্রবাবুর বিরুদ্ধে মামলা করেছে সিআইডি । তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন । এই মামলায় চন্দ্রবাবুর পক্ষে আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং সিদ্ধার্থ আগরওয়াল সওয়াল করেন । রাজ্য সরকারের পক্ষে যুক্তি পেশ করেন এজি শ্রীরাম । টিডিপি প্রধানের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে সরকারের নীতিগত সিদ্ধান্তের জন্য চন্দ্রবাবুকে দায়ী করা ঠিক নয় । আদালতে ব্যাখ্যা করা হয়, মামলাটি রাজনৈতিক স্কোর মীমাংসার জন্য নথিভুক্ত করা হয়েছে । আদালতের নজরে আনা হয় যে দুই বছর আগে চন্দ্রবাবুকে মামলার নোটিশ না দিয়ে হঠাৎ করে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয় । এজি শ্রীরাম যুক্তি দেখিয়েছেন যে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে এই মামলায় চন্দ্রবাবুর যোগ পাওয়া গিয়েছে ।