অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 17 নভেম্বর: প্রকল্পের চেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির ছবি ৷ অন্ধ্রপ্রদেশ সরকারের এই ধরনের কাজে ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার ৷ এর জন্য দক্ষিণ ভারতের ওই রাজ্য কেন্দ্রীয় বরাদ্দের দেড় হাজার কোটি টাকা পাচ্ছে না ৷ ফলে বিধানসভা নির্বাচনের আগে প্রবল চাপে জগন ৷
জানা গিয়েছে যে বিভিন্ন প্রকল্প খাতে 2023-24 আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছ থেকে 4 হাজার 47 কোটি টাকা পাওয়ার কথা ছিল অন্ধ্রপ্রদেশ সরকারের ৷ এর মধ্যে স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়ার কথা ছিল দেড় হাজার কোটি টাকা ৷ অভিযোগ, এর আগে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সাহায্য পেলেও, সেখানে কেন্দ্রীয় সরকারের লোগো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করা হচ্ছে না ৷ সেখানে শুধু ব্যবহার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনের ছবি ৷
সম্প্রতি ওই রাজ্যে পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার ৷ তিনি সেখানকার বেশ কয়েকটি হাসপাতালে যান ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়ার পরও প্রচারে শুধু জগনের ছবি ব্যবহার করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের লোগো বা প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে না ৷
ভারতী পাওয়ার যে প্রকল্পগুলি নিয়ে এই অভিযোগ তুলেছেন, তার মধ্যে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে কেন্দ্রীয় বরাদ্দ ৷ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আরোগ্যশ্রীর মাধ্যমে রোগীদের আর্থিক সহায়তা দেওয়া । এই পরিস্থিতি দেখে ভারতী পাওয়ার ক্ষুব্ধ হন এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।