চিত্তুর, 21 সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Fire) একটি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল (Chittoor Factory Fire)৷ চিত্তুরে কাগজের প্লেট তৈরির ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ৷ বুধবার ভোররাতে ঘটে এই ঘটনা ৷
রঙ্গচারি স্ট্রিটে রয়েছে কাগজের প্লেট তৈরির কারখানা ৷ সেখানেই বুধবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বাহিনী ৷ দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে ৷ তবে রক্ষা করা যায়নি কারখানার ভেতরে থাকা তিনজনকে ৷ আগুনে পুড়ে মৃত্যু হয় কারখানার মালিক 65 বছরের ভাস্কর, তাঁর 35 বছরের ছেলে দিল্লি বাবু ও 25 বছরের অপর এক যুবক বালাজির ৷