পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Police Harassment in AP: পুলিশের সামনেই রাতের পোশাক বদলাতে হবে, হেনস্থার অভিযোগ টিডিপি নেত্রী এম কল্যাণীর

পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন তেলেগু দেশম পার্টির নেত্রী এম কল্যাণী ৷ তাঁর অভিযোগ, সোমবার সকালে পুলিশ তাঁকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে পৌঁছয় ৷ মহিলা পুলিশেরা সোজা তাঁর শোবার ঘরে চলে যান এবং তাঁদের উপস্থিতিতেই রাতের পোশাক বদলানোর জন্য চাপ দেন ৷

By

Published : Apr 11, 2023, 10:38 AM IST

Police Harassment
পুলিশি হেনস্থা

অমরাবতী, 11 এপ্রিল: পুলিশের সামনেই রাতের পোশাক বদল করতে হবে নেত্রীকে ৷ গ্রেফতারির সময় জোরজবরদস্তি তা করতে বাধ্যও করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ ৷ এমন অভিযোগ তুললেন তেলেগু দেশম পার্টি বা টিডিপির সাধারণ সম্পাদক এম কল্যাণী ৷ মহিলা হিসেবে তাঁকে ন্যূনতম শ্রদ্ধাটুকু করেনি পুলিশ ৷ জোর করে তাঁর শোওয়ার ঘরে ঢুকে তাঁকে হেনস্থা করেছে তারা, অভিযোগ করেন টিডিপি নেত্রী ৷ এরপরই উত্তাল হয়ে উঠেছে অন্ধ্র রাজনীতি ৷

সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে টিডিপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে ৷ অভিযোগ, শাসকদল ওয়াইএসআরসিপির কর্মী-সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে ৷ এরপর টিডিপি নেত্রী কল্যাণীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় ৷ তিনি আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায় ৷ তারপর থেকে গা ঢাকা দিয়েছিলেন এম কল্যাণী ৷ পুলিশ এর মধ্যে কোনও ভাবে খবর পায় যে, কল্যাণী হনুমান জংশনে তাঁর বাড়িতেই রয়েছেন ৷

সোমবার সকালে গান্নাভারম এসআই রমেশ এম কল্যাণীর বাড়িতে ঢোকেন ৷ তাঁর সঙ্গে থাকা মহিলা পুলিশেরা সরাসরি টিডিপি নেত্রীর শোবার ঘরে চলে যান ৷ তিনি তখন রাতের পোশাক পরে ছিলেন ৷ সেই অবস্থায় তাঁকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করেন বলে অভিযোগ ৷ কল্যাণী পুলিশের কাছে তাঁর পোশাক বদলের সময় চান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন ৷ এতে তাঁর স্বামী সুরেন্দ্র, পরিবারের অন্য সদস্যরাও পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বলে জানা গিয়েছে ৷ শেষে দু'জন মহিলা পুলিশ এম কল্যাণীকে পোশাক পরিবর্তনের অনুমতি দেন ৷ কিন্তু ওই ঘরের মধ্যে মহিলা পুলিশের সামনেই তাঁকে পোশাক বদলাতে হবে, জানায় পুলিশ ৷ এদিকে কল্যাণীর দাবি, ঘরে একটাই মাত্র দরজা ৷ পালানোর কোনও রাস্তা নেই ৷ তাই তিনি পোশাক বদলানোর সময় পুলিশ তা চোখের সামনে দেখবে, এত আপত্তি জানান কল্যাণী ৷ কিন্তু পুলিশ তাঁকে ঘরে তাঁদের সামনেই পোশাক পরিবর্তনে চাপ দিতে থাকে ৷ শুধু মহিলা পুলিশেরা জানায়, তাঁরা ঘরের মধ্য়ে পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে থাকবে ৷

এই পরিস্থিতিতে কল্যাণী পুলিশের উপস্থিতিতে কোনও রকমে রাতের পোশাক বদলাতে বাধ্য হন এবং পুলিশের জিপে ওঠেন ৷ পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ গান্নাভারম হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর কল্যাণীকে আদালতে পেশ করে পুলিশ ৷ আপাতত টিডিপি নেত্রীকে 24 এপ্রিল পর্যন্ত বিজয়ওয়াড়া জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত ৷ এরপর বিশাল সংখ্যায় টিডিপির নেতারা গান্নাভারম থানায় পৌঁছয় ৷ পুলিশ কল্যাণীকে হেনস্থা করেছে, এই অভিযোগ তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখান ৷

এদিকে পুলিশ কল্যাণীর স্বামী সুরেন্দ্র বাবুর বিরুদ্ধে মহিলা পুলিশদের হয়রান করার অভিযোগ তোলে এবং তাঁকে গ্রেফতার করে ৷ সোমবার বিকেলে তাঁকে গ্রেফতার করলেও পরে ব্যক্তিগত বন্ডে জামিন পান সুরেন্দ্র ৷ তবে 14 এপ্রিলের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্র সরকার, এনাডুর মামলায় সুপ্রিম কোর্ট ভর্ৎসিত অন্ধ্র হাইকোর্ট

ABOUT THE AUTHOR

...view details