অমরাবতী , 9 মে : কাডাপা জেলার চুনাপাথরের খনিতে বিস্ফোরণে মৃত 10 শ্রমিকের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ রবিবার এই ঘোষণা করে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ 8 মে চুনা পাথরের খাদানে বিস্ফোরণে প্রাণ হারান 10 শ্রমিক ৷
অন্ধ্রপ্রদেশের খনি মন্ত্রী পিআরসি রেড্ডি বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে ৷ এর জন্য কাডাপা জেলার জয়েন্ট কালেক্টরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ কাডাপা জেলা কালেক্টরের জমা দেওয়া প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে খনিমন্ত্রী বলেন, বিস্ফোরক পদার্থ (জেলটিন স্টিক) নামানোর সময় খনি অপারেটরের তরফে অবহেলা করা হয় ৷ সেই কারণের এই বিস্ফোরণ ঘটে ৷