পুরী, 25 জানুয়ারি:পুরীতে ভগবান জগন্নাথের দর্শন করে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক তথা বিলিয়নেয়ার মুকেশ অম্বানি ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ৷ মঙ্গলবার তিনি ভুবনেশ্বর পৌঁছন ৷ বিকেলে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে শহরের উদ্দেশ্য়ে রওনা দেন তিনি ৷ এই সফরের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন ৷ বিমানবন্দর থেকে সরাসরি অনন্ত জগন্নাথ মন্দিরে যান এবং পুজো দেন (Anant Ambani visits to Jagannath Temple) ৷
সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি আজ ভগবান জগন্নাথের দর্শন করলাম ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের ওপর তাঁর আশীর্বাদ যেন সবসময় থাকে ৷" ভগবানের দর্শনের পর সেদিনই ফের মুম্বই রওনা দেন অনন্ত ৷ কয়েকদিন আগেই অনন্ত অম্বানি তাঁর জীবনে এক নতুন পথ চলা শুরু করেছেন ৷ গত 19 জানুয়ারি ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সেরেছেন অনন্ত ৷ তারপর এটাই ছিল তাঁর প্রথম জগন্নাথধাম সফর ৷