নয়াদিল্লি, 21 অগস্ট:বিধানসভা নির্বাচনের আগে (Himachal Pradesh Assembly Election 2022) হিমাচলপ্রদেশে বড় ধাক্কা খেল কংগ্রেস (Congress) ৷ রবিবার রাজ্যে দলের স্টিয়ারিং কমিটির (Steering Committee) চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ নেতা আনন্দ শর্মা (Anand Sharma) ৷ সূত্রের খবর, নিজের পদত্যাগের কথা জানিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) একটি চিঠি পাঠিয়েছেন তিনি ৷ সেই চিঠিতে আনন্দ নাকি লিখেছেন, আত্মসম্মানের সঙ্গে কোনও আপোস করতে পারবেন না তিনি ! আর সেই কারণেই সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা দিচ্ছেন !
প্রসঙ্গত, দিনকয়েক আগেই জম্মু-কাশ্মীরের স্টিয়ারিং কমিটির চেয়ারম্য়ান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দলের আর এক প্রবীণ নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ উল্লেখ্য, বেশ কিছু সময় আগে শীর্ষ নেতৃত্বে বদলের দাবি তুলে একটি চিঠি লিখেছিলেন কংগ্রেসের 23 জন প্রবীণ নেতা ৷ সেই দলের অন্যতম ছিলেন গুলাম ও আনন্দ ৷ ফলে গুলামের পদত্যাগ নিয়ে ইতিমধ্য়েই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ৷ এবার সেই তালিকায় আনন্দ শর্মার নামও জুড়ে গেল ৷ তিনি সোনিয়াকে জানিয়েছেন, দলের অন্দরে তাঁকে নানাভাবে উপেক্ষা করা হচ্ছে ৷ যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ৷ তবে, আসন্ন নির্বাচনে তিনি যে দলের হয়ে প্রচারে যোগ দেবেন, সেকথাও নেত্রীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বলে দাবি সূত্রের ৷
আরও পড়ুন:মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়নি, জানাল সিবিআই