বঁদায়ু, 27 অক্টোবর: বিশাল এই দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ প্রচার ও উপযুক্ত সাহায্য না পেয়ে অনেকেই প্রতিভাই হারিয়ে যায় ৷ সঠিক সাহায্য পেলে তাঁরাও হয়তো বিশ্ব মানচিত্রে দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম ৷ এরকমই এক অসাধারণ প্রতিভা সম্পন্ন কিশোরীর সন্ধান মিলেছে উত্তরপ্রদেশের বদাঁয়ু ও বরেলির সীমানা সংলগ্ন সালারপুর ব্লকের বিজয় নাগলা গ্রামে ৷
একসঙ্গে 15টি ছবি এঁকে সকলকে তাক লাগিয়ে দিয়েছে 15 বছরের নুর জাহান ৷ নবম শ্রেণির এই ছাত্রীর এই সৃষ্টিশীল কাজ দেখে এতটাই মুগ্ধ হয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা যে তিনি নুর জাহানের ভিডিয়ো টুইটারে শেয়ার করে উচ্ছাস প্রকাশ করেছেন (Talented Girl From Badaun) ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে একসঙ্গে 15 জন স্বাধীনতা সংগ্রামীর ছবি আঁকছে ওই কিশোরী ৷ একই ক্যানভাসে এই বিস্ময় কন্যার কালির টানে ফুটে উঠছে মহাত্মা গান্ধি, নেতাজি, ভগৎ সিং দের ছবি (Badaun girl made 15 photos simultaneously) ৷