হায়দরাবাদ, 6 মার্চ:মার্কিন ধনকুবের বিল গেটসকে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra reacts on Bill Gates Post) ! তবে, পুরোটাই হল মজার ছলে ৷ এর মধ্য়ে কোনও ব্যবসায়িক রেষারেষি কিংবা প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ আসলে ভারতে এসে সম্প্রতি একটি ইলেকট্রিক অটো রিকশা চালান বিল ৷ সেই ঘটনার ভিডিয়ো পরে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ সঙ্গে ক্যাপশন হিসাবে জুড়ে দেন, বলিউডি সিনেমা 'চলতি কা নাম গাড়ি'র জনপ্রিয় একটি গানের লাইন, 'বাবু সমঝো ইশারা' ! বিল গেটসের সেই ভিডিয়ো ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, করেছেন কমেন্ট ৷ সেই তালিকায় রয়েছেন আনন্দ মাহিন্দ্রাও ৷
বিল গেটসের পোস্ট দেখে আনন্দ মাহিন্দ্রা ওই ভিডিয়োর জন্য অন্য একটি ক্যাপশন তৈরি করেছেন ! লিখেছেন, 'চলতি কা নাম বিল গেটস কি গাড্ডি' ! একইসঙ্গে, বিলকে একটি তিনচাকার ইলেকট্রিক অটো রিকশা চালানোর প্রতিযোগিতায় নামার আহ্বান করেছেন আনন্দ ৷ বিলের কাছে তাঁর প্রস্তাব, এবার যখন তিনি ভারতে আসবেন, তখন এই প্রতিযোগিতা করা যেতে পারে ৷ সেই প্রতিযোগিতায় বিলের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানিয়েছেন ভারতের এই প্রথম সারির শিল্পপতি ৷ একইসঙ্গে, ভারতের রাস্তায় বিল গেটসকে ইলেকট্রিক অটো রিকশা চালাতে দেখে খুশিও প্রকাশ করেছেন তিনি ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিল গেটসকে করা আনন্দ মাহিন্দ্রার এই প্রস্তাব ৷ তাঁর এমন কথায় ভারী মজা পেয়েছেন নেট নাগরিকরা ৷