শ্রীনগর, 20 অগস্ট : একের পর এক রাজনৈতিক নেতা খুনের ঘটনা ঘটে চলেছে ভূস্বর্গে ৷ আজ পুলিশি এনকাউন্টারে জম্মুর খ্রেউ পামপোর (Khrew Pampore) এবং কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) এক জঙ্গিকে নিকেশ করল স্থানীয় পুলিশ ৷ এখনও দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে ৷ কাশ্মীর জোন পুলিশ তাদের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়েছে, "এক জঙ্গিকে খতম করা হয়েছে, তার পরিচয় জানা যায়নি ৷ অপারেশন চলছে ৷ বিস্তারিত জানানো হবে ৷"
গতকাল বিকেলের দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুষ্কৃতী শ্রীনগরে সরফ কাদলে (Saraf Kadal) সিআরপিএফ-এর (CRPF) চেকপয়েন্টে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ৷ এতে দু'জন পুলিশ আর একজন নাগরিক আহত হয়েছেন ৷ এদিকে, বৃহস্পতিবার কুলগাঁওয়ের (Kulgam) দেবসার (Devsar) অঞ্চলে জম্মু অ্যান্ড কাশ্মীর আপনি পার্টি-র (Jammu and Kashmir Apni Party, JKAP) নেতা গুলাম হাসান লোনকে (Ghulam Hassan Lone) গুলি করে খুন করে জঙ্গিরা ৷ গুলিতে জখম হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান লোন ৷ গত 10 দিনে এই নিয়ে 3 বার এমন ঘটনা ঘটল ৷ এর আগে একই জেলায় বিজেপি নেতার খুন হওয়ার ঘটনাতেও জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷