নয়াদিল্লি, 16 অক্টোবর: গুজরাতের আপ সভাপতি গোপাল ইতালিয়ার (Gopal Italia) সমালোচনার মধ্যেই, নাম না করেই সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ৷ অভিযোগ করলেন, ‘‘একজন ইতালিয় আগে প্রধানমন্ত্রীকে অপমান করতেন ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’ গুজরাতে ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ৷ ইতালিয় মহিলা বলতে অনুরাগ ঠাকুরের নিশানায় যে, কংগ্রেস সভানেত্রী ছিলেন তা বোঝাই গিয়েছে ৷ আর আরেক ইতালিয়া বলতে, তিনি গুজরাতে আপ সভাপতি গোপাল ইতালিয়াকে নিশানা করেছেন বলে মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷
আগামী মাসে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ তবে, সে রাজ্যের ভোটের দিন এখনও ঘোষণা করেনি ভারতীয় নির্বাচন কমিশন ৷ তার আগে বিজেপির গড় বলে পরিচিত গুজরাতে জোরকদমে প্রচার শুরু করেছে কেন্দ্রের শাসকদল ৷ সেখানে সুরেন্দ্রনগরে একটি জনসভায় অনুরাগ ঠাকুর বলেন, ‘‘একজন ইতালিয় মহিলা মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অপমান করে থাকেন (Italian Woman Insulting PM Narendra Modi) ৷ এ বার আরেক ইতালিয়া তাঁর মাকে অপমান করছেন ৷’’