পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোয়ার দুধসাগর জলপ্রপাতের কাছে ধস, লাইনচ্যুত ট্রেন - Dudhsagar

ম্যাঙ্গালোর থেকে আসা একটি এক্সপ্রেস দুধসাগর জলপ্রপাতের কাছে লাইনচ্যুত হয় ৷

ে
s

By

Published : Jul 23, 2021, 3:33 PM IST

Updated : Jul 23, 2021, 4:54 PM IST

গোয়া, 23 জুলাই : অতি বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ৷ বাণিজ্য নগরিতে ধস নেমে 36 জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে এবার গোয়ায় ধস নেমে ট্রেন দুর্ঘটনা ঘটল ৷ গোয়ার দুধসাগরে ধস নেমে লাইনচ্যুত হল ট্রেন ৷

মহারাষ্ট্রর মতোই পড়শি এলাকা গোয়াতেও চলছে বৃষ্টি ৷ তার প্রভাবেই এদিন দুধসাগরের কাছে ধস নামে ৷ এর পর শুক্রবার দুপুরে সোনালিম ও দুধসাগর স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনাটি ঘটে ৷ ম্যাঙ্গালোর থেকে আসা একটি এক্সপ্রেস দুধসাগর জলপ্রপাতের কাছে পৌঁছতেই লাইনচ্যুত হয় ৷ জানা গিয়েছে ধস নামার কারণেই লাইনচ্যুত হয় ট্রেনটি ৷ তবে এখনও অবধি প্রাণহানির খবর নেই ৷

দুধসাগরে লাইনচ্যুত ট্রেন ৷

আরও পড়ুন: Maharashtra Rain : টানা বৃষ্টিতে ধসে যাচ্ছে মাটি, রায়গড়ে মৃত অন্তত 36

দুর্ঘটনার কথা জানতে পেরে পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমদ সায়ন্ত ও উপ মুখ্যমন্ত্রী বাবু অজগাওকর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ শুরু হয়েছে উদ্ধার কাজ ৷

Last Updated : Jul 23, 2021, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details