পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FIR Against 10 Year Old Boy: অস্ত্র ব্যবহারে উস্কানি, 10 বছরের বালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর !

অস্ত্র ব্যবহারে উস্কানি (Promoting Gun Culture) দেওয়ার অভিযোগে অভিযুক্ত 10 বছরের বালক ! তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল (FIR Against 10 Year Old Boy) পঞ্জাবের (Punjab) অমৃতসর পুলিশ (Amritsar Police) !

Amritsar Police lodged FIR Against 10 Year Old Boy for Promoting Gun Culture
FIR Against 10 Year Old Boy: অস্ত্র ব্যবহারে উস্কানি, 10 বছরের বালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর !

By

Published : Nov 25, 2022, 7:58 PM IST

অমৃতসর, 25 নভেম্বর:অস্ত্র ব্যবহারে উস্কানি (Promoting Gun Culture) দেওয়ার অভিযোগে 10 বছরের এক বালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল (FIR Against 10 Year Old Boy) ! ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) অমৃতসরে (Amritsar) ৷ অমৃতসর পুলিশের (Amritsar Police) তরফ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনায় ওই বালক ছাড়াও তার বাবা এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷

ঘটনার সূত্রপাত হয় একটি ছবিকে কেন্দ্র করে ৷ সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় সেই ছবিটি 'শেয়ার' করেন ওই বালকের বাবা ৷ তাতে ওই বালককে হাতে একটি আগ্নেয়াস্ত্র ধরে থাকতে দেখা গিয়েছে ৷ সেই ছবি পুলিশের নজরে আসতেই অভিযোগ দায়ের করা হয় ৷ এমনকী, সেই অভিযোগপত্রে 10 বছরের বালকটিকেও অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয় ! যদিও বালকের বাবার দাবি, যে ছবিটি তিনি ফেসবুকে 'পোস্ট' করেছেন, সেটি এখনকার নয় ৷ বরং তা বহু বছরের পুরনো ৷ তখন ওই বালক নেহাতই 4 বছরের শিশু !

আরও পড়ুন:হিন্দু রীতি মেনে কর্ণাটকের অটোচালকের সঙ্গে গাঁটছড়া বেলজিয়ামের কন্যের

এই ঘটনায় অমৃতসরের কাথুনাঙ্গাল থানায় মোট চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ছবিটি প্রথমে তাদের সাইবার সেলের আধিকারিকদের নজরে আসে ৷ শুরু হয় তদন্ত ৷ বেশ কিছু জায়গায় খোঁজখবরের পর ওই বালক ও তার বাবাকে চিহ্নিত করা সম্ভব হয় ৷ বালকের বাবার নাম ভূপিন্দর ৷ আরও যে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁরা হলেন বিক্রমজিৎ এবং বিরাসত ৷

অভিযুক্তদের পরিবারের বাকি সদস্যরাও জানিয়েছেন, এই ছবিটি তোলা হয়েছিল 2015 সালে ৷ তখন ওই বালকের বয়স ছিল 4 বছর ৷ সেই ঘটনার পর প্রায় সাড়ে পাঁচবছর কেটে গিয়েছে ৷ কোনও কারণ ছাড়াই সম্প্রতি ওই ছবিটি পোস্ট করেন ভূপিন্দর ৷ কিন্তু, তার জন্য যে তাঁকে এমন ফ্যাঁসাদে পড়তে হবে, তা স্বপ্নেও কল্পনা করেননি তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details