চণ্ডীগড়, 10 এপ্রিল: পলাতক অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পাপলপ্রীত সিংকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার পঞ্জাবের হোসিয়ারপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ জানিয়েছে, পঞ্জাবের সন্ত্রাসবাদ দমন বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে পাপলপ্রীতকে গ্রেফতার করা হয় ৷ পুলিশের দাবি, পাপলপ্রীতই অমৃতপালকে বরাবর উৎসাহ জুগিয়ে এসেছে দেশবিরোধী কাজে যুক্ত হওয়ার জন্য ৷ তাঁর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ রয়েছে ৷
গত 18 মার্চ থেকে অমৃতপাল সিং নিখোঁজ ৷ তাঁর হদিশ এখনও পায়নি পুলিশ ৷ এর মধ্যে বেশ কিছু জায়গায় তাঁকে দেখা গিয়েছে ৷ তিনি ছদ্মবেশে ঘুরছেন বলেও পুলিশ জানতে পারে ৷ ইতিমধ্যে ভিডিয়ো বার্তাও দিয়েছেন অমৃতপাল ৷ কিন্তু তাঁকে ধরা যাচ্ছে না কিছুতেই ৷ অমৃতপালের মতো গত 18 মার্চ থেকে নিখোঁজ ছিলেন পাপলপ্রীতও ৷ অবশেষে তাঁকে ধরতে পারল পুলিশ ৷
তদন্তকারীরা মনে করছেন, এবার অমৃতপালের সন্ধান করা অনেক সহজ হবে ৷ কারণ, পাপলপ্রীতের সঙ্গে অমৃতপালের যোগাযোগ ছিল ৷ ফলে তাঁর থেকে জেনে নেওয়া যাবে যে অমৃতপাল এখন ঠিক কোথায় থাকতে পারেন ৷ ফলে তাঁকে ধরার জন্য সেই সব জায়গায় অভিযানের পরিকল্পনাও নিখুঁতভাবে করা সম্ভব হবে ৷