বেঙ্গালুরু, 13 জানুয়ারি:দুনিয়ায় কোটি কোটি কাজ রয়েছে ৷ তবে সেসবের মধ্যে কৃষিকাজই সেরা ৷ কৃষক হিসেবে গর্বিত হওয়া উচিত। একটি মামলায় মামলাকারীর উদ্দেশে এমনটাই বলল কর্ণাটক হাইকোর্ট ৷ জানা গিয়েছে, দক্ষিণ কন্নড় জেলার কাদাবা তালুকের কাউকরাডি গ্রামে একটি বাড়ির নির্মাণ নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে ৷ সেই জনস্বার্থ মামলার শুনানি ছিল শনিবার। শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বালাচন্দ্র ভারালে এবং বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এই মত প্রকাশ করে ।
দু'পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে বেঞ্চ বিবাদীদের নোটিশ জারি করে । মামলাকারীর কাজ কী, তা আদালতের তরফে জিজ্ঞাসা করা হয় । এই প্রশ্নের জবাবে মামলাকারীর আইনজীবী নীচু স্বরে বলেন, ' ওই ব্যক্তি পেশায় কৃষক'। এরপরেই আদালত বলে, "কাজ নিয়ে আপনি লজ্জিত কেন? কৃষক হওয়া অন্যায় নয়। আপনি কৃষক বলতে লজ্জা পাচ্ছেন কেন? মামলার নথিতে কাজের কোনও তথ্য উল্লেখ নেই। কৃষি সবচেয়ে ভালো কাজ । এটি বিশ্বের প্রাচীনতম কাজ । এর জন্য লজ্জিত হবেন না ৷"