পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোটি কোটি কাজের মধ্যে কৃষিই সেরা, পর্যবেক্ষণ কর্ণাটক হাইকোর্টের - Karnataka High Court

Karnataka High Court: কোটি কোটি কাজের মধ্যে কৃষিকাজই সেরা ৷ কৃষকরা দেশবাসীকে ধান সরবরাহ করেন ৷ একটি মামলায় এমনটা মত প্রকাশ করল কর্ণাটক হাইকোর্ট ৷

Karnataka High Court
কর্ণাটক হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 8:52 PM IST

Updated : Jan 13, 2024, 9:23 PM IST

বেঙ্গালুরু, 13 জানুয়ারি:দুনিয়ায় কোটি কোটি কাজ রয়েছে ৷ তবে সেসবের মধ্যে কৃষিকাজই সেরা ৷ কৃষক হিসেবে গর্বিত হওয়া উচিত। একটি মামলায় মামলাকারীর উদ্দেশে এমনটাই বলল কর্ণাটক হাইকোর্ট ৷ জানা গিয়েছে, দক্ষিণ কন্নড় জেলার কাদাবা তালুকের কাউকরাডি গ্রামে একটি বাড়ির নির্মাণ নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে ৷ সেই জনস্বার্থ মামলার শুনানি ছিল শনিবার। শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বালাচন্দ্র ভারালে এবং বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এই মত প্রকাশ করে ।

দু'পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে বেঞ্চ বিবাদীদের নোটিশ জারি করে । মামলাকারীর কাজ কী, তা আদালতের তরফে জিজ্ঞাসা করা হয় । এই প্রশ্নের জবাবে মামলাকারীর আইনজীবী নীচু স্বরে বলেন, ' ওই ব্যক্তি পেশায় কৃষক'। এরপরেই আদালত বলে, "কাজ নিয়ে আপনি লজ্জিত কেন? কৃষক হওয়া অন্যায় নয়। আপনি কৃষক বলতে লজ্জা পাচ্ছেন কেন? মামলার নথিতে কাজের কোনও তথ্য উল্লেখ নেই। কৃষি সবচেয়ে ভালো কাজ । এটি বিশ্বের প্রাচীনতম কাজ । এর জন্য লজ্জিত হবেন না ৷"

বিচারপতি দীক্ষিত বলেন, "কবি সর্বজ্ঞার ত্রিপদীর লেখা অনুসারে, কোটি কোটি কাজের মধ্যে কৃষিকাজই সেরা। চাষে সমস্ত সুবিধা রয়েছে । একজন কৃষক হিসেবে গর্বিত হওয়া উচিত । কারণ কৃষকরা দেশবাসীকে ধান সরবরাহ করেন।" ভারতের অর্থনীতি আজও কৃষি নির্ভর। তবে বহুক্ষেত্রে এই পেশার কারণে অনেককেই কটাক্ষের শিকার হতে হয়। সেই দিক থেকে কর্ণাটক হাইকোর্টের এই রায় যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

আরও পড়ুন:

  1. উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে মৃত মেয়েদেরও সমান অধিকার, রায় কর্ণাটক হাইকোর্টের
  2. চাকরি স্থায়ী হলেও চুক্তির দিন ধরেই গ্র্যাচুইটি দিতে হবে, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের
  3. বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের
Last Updated : Jan 13, 2024, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details