ইম্ফল, 30 মে:তিন দিনের সফরে সোমবার রাতে মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ হিংসাদীর্ণ মণিপুরে গিয়ে এদিন অমিত শাহ জানিয়েছেন, রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আনা সরকারের মূল লক্ষ্য ৷ এদিন মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করে যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনতে ৷
উল্লেখ্য, জাতি হিংসায় গত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য ৷ পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ৷ গৃহহান হাজার হাজার মণিপুরবাসীর আপাতত স্থান হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ রবিবার, রাজ্যের তরফে দাবি করা হয় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৷ এদিন ইম্ফলে গিয়ে পরিস্থিতির রিপোর্ট নেন অমিত শাহ ৷ করেছেন একাধিক বৈঠক ৷ মেইতেই জনগোষ্ঠার লোকেরা তফশিলি উপজাতি তকমার দাবিতে আন্দোলন শুরু করেছেন এই রাজ্যে ৷ তাই নিয়েই শুরু হয়েছে কুকি ও মেইতেই বিবাদ ৷ মেইতেইদের দাবি তাঁরা, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাহাড় ও জঙ্গলের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে ৷