পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: মণিপুরে অমিত শাহ, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ নিরাপত্তাকর্মীদের - amit shah visits manipur

মণিপুরে শান্তি ফেরাতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন অমিত শাহ ৷ উল্লেখ্য, জাতি হিংসায় গত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : May 30, 2023, 11:05 PM IST

ইম্ফল, 30 মে:তিন দিনের সফরে সোমবার রাতে মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ হিংসাদীর্ণ মণিপুরে গিয়ে এদিন অমিত শাহ জানিয়েছেন, রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আনা সরকারের মূল লক্ষ্য ৷ এদিন মণিপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করে যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনতে ৷

উল্লেখ্য, জাতি হিংসায় গত কয়েক সপ্তাহ ধরেই অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য ৷ পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ৷ গৃহহান হাজার হাজার মণিপুরবাসীর আপাতত স্থান হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ রবিবার, রাজ্যের তরফে দাবি করা হয় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৷ এদিন ইম্ফলে গিয়ে পরিস্থিতির রিপোর্ট নেন অমিত শাহ ৷ করেছেন একাধিক বৈঠক ৷ মেইতেই জনগোষ্ঠার লোকেরা তফশিলি উপজাতি তকমার দাবিতে আন্দোলন শুরু করেছেন এই রাজ্যে ৷ তাই নিয়েই শুরু হয়েছে কুকি ও মেইতেই বিবাদ ৷ মেইতেইদের দাবি তাঁরা, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাহাড় ও জঙ্গলের অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে ৷

এদিন সিএপিএফ ও সেনাকর্তাদের সঙ্গে একটি রিভিউ বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠকের পর একটি টুইট বার্তায় তিনি জানায়, মণিপুরই এখন সরকারের প্রথম গুরুত্ব ৷ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এদিন নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন ৷ শান্তি স্থাপনে সকলকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি ৷

আরও পড়ুন: শাহের মণিপুর সফরকে কটাক্ষ, নিজে যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি মমতার

এলাকার যোগাযোগ ব্যবস্থা ও টেলি যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এদিন জোর দেন অমিত শাহ ৷ তিনি জানান, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বজায় রাখার উপর জোর দিচ্ছে ৷ এদিন অশান্তিতে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথাও জানান অমিত শাহ ৷ উল্লেখ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মণিপুর যেতে চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details