পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

13th anniversary of 26/11 Attack : 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের - 26 নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলা

আজ 26 নভেম্বর ৷ একদিকে আজ ‘সংবিধান দিবস’ আর অন্যদিকে এদিন মুম্বইয়ে ঢুকে টানা 3 দিন ধরে মহারাষ্ট্রের রাজধানীর বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়ে, গুলি করে একের পর এক সাধারণ মানুষ, পুলিশকর্মীকে খুন করে জঙ্গিরা ৷ কালো দিনটা আজও অমলিন ৷

26/11 Mumbai Attack
26/11 মুম্বইয়ে জঙ্গি হামলা

By

Published : Nov 26, 2021, 10:55 AM IST

নয়া দিল্লি, 26 নভেম্বর : আজ 26/11 ৷ মাঝে 13টা বছর কেটে গিয়েছে (13th anniversary of 26/11 Attack) ৷ কিন্তু তাও এই কালো দিনটা মুছে যায়নি ভারতবাসীর মন থেকে ৷ 2008 সালের এদিন মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা (Mumbai attack) চালায় 10 জন লস্কর-ই-তৈবা জঙ্গি (Lashkar-e-Taiba) ৷ ডিজিটাল যুগে দেশবাসী সরাসরি টিভিতে সেই জঙ্গি আক্রমণের সম্প্রচার দেখে শিউরে উঠেছিল ৷ মারা গিয়েছিলেন 166 জন, আর জখম 300 ৷

দিনটিকে মনে রেখে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah) একটি টুইট করেন (26/11 Amit Shah Tweet 26/11) ৷ তিনি লেখেন, "মুম্বই আতঙ্কবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই ৷ আর সব নিরাপত্তাকর্মীর সাহসকে সেলাম করি ৷ যাঁরা আতঙ্কবাদীদের কাপুরুষোচিত হামলার সামনাসামনি হয়েছিলেন ৷ আপনাদের বীরত্বে সারা দেশ গর্বিত ৷ আপনাদের আত্মবলিদানে কৃতজ্ঞ এই রাষ্ট্র সবসময় আপনাদের কাছে ঋণী থাকবে ৷"

সেদিন পাকিস্তানের করাচি থেকে আরব সাগর দিয়ে ভারতের মুম্বইতে ঢুকেছিল জঙ্গিরা ৷ মাছ ধরার একটি ডিঙি নৌকা ছিনিয়ে সেই নৌকায় থাকা 5 জনের মধ্যে 4 জনকে মেরেছিল তারা ৷ একজনকে বাঁচিয়ে রেখেছিল মুম্বই উপকূলে পৌঁছানোর জন্য ৷ 10 জন জঙ্গি বিভিন্ন দলে ভাগ হয়ে 3 দিন ধরে বাণিজ্য নগরীর বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল ৷

আরও পড়ুন : Public Review : 26/11-র স্মৃতি ফেরাল 'হোটেল মুম্বই'

26 নভেম্বর, ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CST) ৷ সেখানেই প্রথম সাধারণ মানুষের উপর এলোপাথাড়ি গুড়ি ছুড়তে শুরু করে আজমল কাসভ (Ajmal Kasab) আর ইসমাইল খান (Ismail Khan) ৷ গুলিতে প্রাণ হারান 58 জন, জখম 100 ৷

এরপর তারা কামা হাসপাতালে (Tara Cama Hospital) পৌঁছায় ৷ যদিও ইতিমধ্যে খবর চলে গিয়েছিল হাসপাতালে ৷ তাও সেখানে 6 জন পুলিশ আধিকারিক মারা যান জঙ্গি আক্রমণে ৷ এর মধ্যে অন্যতম জঙ্গি দমন শাখার (Anti-Terrorism Squad) হেমন্ত কারকারে (Hemant Karkare) ৷

জঙ্গিদের দ্বিতীয় নিশানা নারিমান হাউজ কমপ্লেক্স (Nariman House business and residential complex) ৷ সেখানকার বাসিন্দাদের বন্দি করে আটকে রাখে জঙ্গিরা ৷ মারা যান 5 জন ইজ়রায়েলি নাগরিক সমেত 6 জন ৷ শুধু বেঁচে গিয়েছিল বাবা-মা হারানো 2 বছরের একটি বাচ্চা ৷

এরপর একে একে জ্বলতে থাকে লিওপোল্ড ক্যাফে (Leopold Cafe), তাজ মহল হোটেল অ্যান্ড টাওয়ার (Taj Mahal Hotel and Tower) ৷ 3 দিন ধরে হোটলটিকে কব্জা করে রেখেছিল 4 জন লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ স্থান ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল (Oberoi-Trident hotel) ৷ 28 নভেম্বর পর্যন্ত এই হোটেলে ছিল জঙ্গিরা ৷ সেখানেও 30 জন মারা গিয়েছিলেন ৷

আরও পড়ুন : "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি

ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি (National Security Guards, NSG) 29 নভেম্বর জঙ্গিদের হাত থেকে তাজমহল হোটেল উদ্ধার করে ৷ শেষমেশ 10 জনের মধ্যে 9 জনই মারা গিয়েছিল, বেঁচে ছিল শুধু আজমল কাসভ ৷ 2012 সালের 21 নভেম্বর পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে (Yerwada Central Jail) ফাঁসি দেওয়া হয় 25 বছর বয়সী আজমলকে ৷

মনে করা হয়, এই জঙ্গি আক্রমণের মাস্টারমাইন্ড হাফিজ সইদ (Hafiz Saeed), জামাত-উদ-দাওয়াহ (JuD)-র প্রধান ৷ তিনি এখনও পাকিস্তানে রয়েছেন বহাল তবিয়তে ৷

ABOUT THE AUTHOR

...view details