নয়া দিল্লি, 26 নভেম্বর : আজ 26/11 ৷ মাঝে 13টা বছর কেটে গিয়েছে (13th anniversary of 26/11 Attack) ৷ কিন্তু তাও এই কালো দিনটা মুছে যায়নি ভারতবাসীর মন থেকে ৷ 2008 সালের এদিন মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা (Mumbai attack) চালায় 10 জন লস্কর-ই-তৈবা জঙ্গি (Lashkar-e-Taiba) ৷ ডিজিটাল যুগে দেশবাসী সরাসরি টিভিতে সেই জঙ্গি আক্রমণের সম্প্রচার দেখে শিউরে উঠেছিল ৷ মারা গিয়েছিলেন 166 জন, আর জখম 300 ৷
দিনটিকে মনে রেখে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah) একটি টুইট করেন (26/11 Amit Shah Tweet 26/11) ৷ তিনি লেখেন, "মুম্বই আতঙ্কবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই ৷ আর সব নিরাপত্তাকর্মীর সাহসকে সেলাম করি ৷ যাঁরা আতঙ্কবাদীদের কাপুরুষোচিত হামলার সামনাসামনি হয়েছিলেন ৷ আপনাদের বীরত্বে সারা দেশ গর্বিত ৷ আপনাদের আত্মবলিদানে কৃতজ্ঞ এই রাষ্ট্র সবসময় আপনাদের কাছে ঋণী থাকবে ৷"
সেদিন পাকিস্তানের করাচি থেকে আরব সাগর দিয়ে ভারতের মুম্বইতে ঢুকেছিল জঙ্গিরা ৷ মাছ ধরার একটি ডিঙি নৌকা ছিনিয়ে সেই নৌকায় থাকা 5 জনের মধ্যে 4 জনকে মেরেছিল তারা ৷ একজনকে বাঁচিয়ে রেখেছিল মুম্বই উপকূলে পৌঁছানোর জন্য ৷ 10 জন জঙ্গি বিভিন্ন দলে ভাগ হয়ে 3 দিন ধরে বাণিজ্য নগরীর বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল ৷
আরও পড়ুন : Public Review : 26/11-র স্মৃতি ফেরাল 'হোটেল মুম্বই'
26 নভেম্বর, ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CST) ৷ সেখানেই প্রথম সাধারণ মানুষের উপর এলোপাথাড়ি গুড়ি ছুড়তে শুরু করে আজমল কাসভ (Ajmal Kasab) আর ইসমাইল খান (Ismail Khan) ৷ গুলিতে প্রাণ হারান 58 জন, জখম 100 ৷