নয়াদিল্লি, 23 জুন: গত 3 মে শুরু হয়েছিল মণিপুরে হিংসার ঘটনা ৷ যে হিংসার আগুন এখনও জ্বলছে ৷ কখনও তা মারাত্মক আকার ধারণ করছে, আবার কখনও আপাত শান্ত হচ্ছে ৷ এই অবস্থায় আজ, শনিবার নয়াদিল্লিতে বসতে চলেছে সর্বদলীয় বৈঠক ৷ মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার ৷ দুপুর 3টের সময় শুরু হওয়া এই বৈঠকে পৌরহিত্য করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কিন্তু এই বৈঠকের ঠিক আগে মণিপুরে শান্তি বজায় রাখতে ও অশান্তি রোধ করার প্রয়াসে ওই রাজ্যের সরকার ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা 25 জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ।
প্রসঙ্গত, তফসিলি উপজাতিদের তালিকায় মেটেইদের অন্তর্ভুক্তির দাবির প্রতিবাদে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন বা এটিএসইউ মণিপুরে সমাবেশ করে গত 3 মে ৷ ওই সমাবেশে সংঘর্ষের পর থেকেই মণিপুরে হিংসা শুরু হয় বলে অভিযোগ । তার পর কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে যান মণিপুরে ৷ অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার আহ্বান জানান সংঘর্ষে জড়িতদের ৷ এর পর অনেকেই আত্মসমর্পণ করেন ৷
আরও পড়ুন:অশান্তই মণিপুর, ইম্ফলের গ্রামে চলল এলোপাথাড়ি গুলি
সেই সময় কিছুটা শান্ত হয়েছিল উত্তর পূর্ব ভারতের এই রাজ্য ৷ তার পর আবার নতুন করে হিংসা ছড়াতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ যদিও এই নিয়ে বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রকে ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, মণিপুর নিয়ে পদক্ষেপ করতে অনেক দেরি করে ফেলেছে কেন্দ্র ৷ আরও আগে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল কেন্দ্রের ৷
এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বিদেশ সফরে, সেই সময় এই বৈঠক ডেকে কেন্দ্র প্রমাণ করল যে তারা মণিপুরের ইস্যুকে গুরুত্ব দিচ্ছে না ৷ মণিপুরের হিংসা নিয়ে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন রাহুল ৷ এই নিয়ে তিনি টুইটারে লিখেছেন,মণিপুর 50 দিন ধরে জ্বলছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নীরব । প্রধানমন্ত্রী নিজে যখন দেশে নেই, তখন এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে । এই অবস্থায় প্রধানমন্ত্রীর জন্য এই বৈঠক যে গুরুত্বপূর্ণ নয় তা স্পষ্ট ।
অন্যদিকে মণিপুরে শান্তি ও সম্প্রীতির আবেদন জানিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তিনি বলেছেন, ‘‘মণিপুরে মানুষের জীবন ধ্বংসকারী নজিরবিহীন হিংসা আমাদের দেশের বিবেকে গভীর ক্ষত তৈরি করেছে ।’’
আরও পড়ুন:মণিপুরে শান্তি ফেরানোর উদ্য়োগ গ্রহণে কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘসূত্রিতার অভিযোগ মমতার