হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: হায়দরাবাদের (Hydearabad) স্বাধীনতার জন্য সর্দার বল্লভভাই প্য়াটেলের (Sardar Vallabhbhai Patel) প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, কিছু মানুষ শুধুমাত্র ভোটব্য়াংকের রাজনীতির জন্য এবং 'রাজাকরদের ভয়ে' এই দিনটি এত দিন পালন করেননি ! উল্লেখ্য, শনিবার তেলাঙ্গানার রাজধানী শহরেই হায়দরাবাদ মুক্তি দিবস (Hyderabad Liberation Day) পালন করেন অমিত শাহ ৷ সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)-সহ অন্যরা ৷
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ তাঁর ভাষণে বলেন, "সর্দার প্য়াটেল না থাকলে হায়দরাবাদের স্বাধীন হতে আরও অনেক বছর সময় লাগত ৷ তিনি বুঝে গিয়েছিলেন, নিজামের রাজাকররা যতদিন পরাজিত না হবেন, ততদিন পর্যন্ত অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি হবে না ৷ হায়দরাবাদ মুক্তি দিবসে যে সরকার পক্ষেরও উপস্থিত থাকা উচিত, তার উপলব্ধিও এত বছর পর হয়েছে ৷ কিন্তু, দুর্ভাগ্য়ের বিষয় হল, এটা বুঝতে 75 বছর পেরিয়ে গেল ! যাঁরা এতদিন ক্ষমতায় ছিলেন, তাঁরা শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই এই দিনটি পালন করেননি ৷"