নয়াদিল্লি, 10 ডিসেম্বর: ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমেই প্রকাশ্যে আসার পরই রবিবার বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আক্রমণ করে অমিত শাহ বলেন, "এটি এখন স্পষ্ট যে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তাদের (বিরোধীদের) প্রচার আদতে তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই করা হয়েছিল।"
ওড়িশায় দেশি মদ তৈরির কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমে প্রকাশ্যে আসছে ৷ গত তিন ধরে অভিযান চলছে আয়কর বিভাগের ৷ শনিবারও ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ শুক্রবার পর্যন্ত প্রায় 225 কোটি টাকা উদ্ধার করার পরে, শনিবার বলাঙ্গির জেলার সুদাপাড়া এলাকায় একটি দেশি মদ প্রস্তুতকারকের বাড়ি থেকে আইটি আধিকারিকরা আরও 20টি নগদ বোঝাই ব্যাগ বাজেয়াপ্ত করেছে । এরপরই এক বিবৃতিতে বিজেপির প্রবীণ নেতা ইন্ডিয়া জোটের নেতাদের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অমিত শাহ জানান, তিনি বুঝতে পারেন কেন কংগ্রেস চুপ রয়েছে ৷ কিন্তু বিস্মিত হয়েছেন কেন তৃণমূল, ডিএমকে, জেডি(ইউ) এবং আরজেডির মতো দলগুলি একইভাবে চুপ কর আছে !