হামিরপুর (হিমাটলপ্রদেশ), 2 নভেম্বর: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) ভোটের প্রচারে (Election Campaign) এসে ফের একবার কংগ্রেসকে (Congress) নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah) ৷ চলতি নভেম্বর মাসেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই পার্বত্য রাজ্যে (Himachal Pradesh Assembly Election 2022) ৷ তার আগে দু'দিনের হিমাচলপ্রদেশ সফরে আসেন অমিত ৷ বুধবার, সফরের শেষ দিনে হামিরপুর এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন তিনি ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকেই আক্রমণ করেন চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে ৷
এদিন কংগ্রেসকে 'রাজা-রানির দল' বলে কটাক্ষ করেন অমিত শাহ ! তাঁর অভিযোগ, কংগ্রেসে থেকে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে নির্দিষ্ট একটি পরিবারের সদস্য হতে হয় অথবা সেই পরিবারের ঘনিষ্ঠ হতে হয় ৷ এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে সরাসরি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে আক্রমণ করেন অমিত ৷ তাঁর কথায়, কংগ্রেস হল, 'মা-ছেলের দল' ! এখানে নাম না-করে তিনি যে সোনিয়া এবং রাহুলকেই নিশানা করেছেন, তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন:মোরবির ঘটনায় ব্যথিত, মোদি-রাজ্যে যেতে চান মমতা
প্রসঙ্গত, কংগ্রেসও হিমাচলপ্রদেশের ক্ষমতা ফিরে পেতে মরিয়া ৷ তাই ঘরের কোন্দল সঙ্গে নিয়েই প্রচারের ময়দানে নেমেছে তারা ৷ স্বাভাবিকভাবেই প্রচারের সময় মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কংগ্রেসের নেতা ও নেত্রীরা ৷ এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, যাদের নিজেদের গ্য়ারান্টি আছে, একমাত্র তারাই অন্যদের গ্য়ারান্টি দিতে পারে ৷ কিন্তু, কংগ্রেস হিমাচলের মানুষকে গ্য়ারান্টি দিচ্ছে ! এর থেকে হাস্যকর আর কী হতে পারে !
কংগ্রেসকে তুলোধনা করার পাশাপাশি, হিমাচলপ্রদেশ এবং কেন্দ্রে বিজেপি সরকারের গুণগান করতেও ভোলেননি অমিত শাহ ৷ তাঁর দাবি, হিমাচলপ্রদেশের বিজেপি সরকার দুর্দান্ত কাজ করেছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের নেতারা হিমাচলপ্রদেশকে পর্যটনকেন্দ্র মনে করেন ৷ নির্বাচনের আগে তাঁরা এখানে বেড়াতে আসেন ৷ কিন্তু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে হিমাচলই কর্মভূমি ৷ তাই তাঁর নেতৃত্বে হিমাচলে লাগাতার উন্নয়ন হয়েছে ৷
হিমাচলবাসীকে এদিন একটি বড় প্রতিশ্রুতিও করেছেন অমিত শাহ ৷ তাঁর দাবি, ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে পার্বত্য এই রাজ্যকে মাদকমুক্ত করবে বিজেপি ৷ তাঁর কথায়, বিজেপি সরকার হিমাচলকে মাদকের ফাঁদ থেকে মুক্ত করবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে দেশকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছেন ৷ সুযোগ পেলে (ভোটে জিতলে) হিমাচলেও সেই প্রতিশ্রুতি পালন করবে বিজেপি সরকার ৷