পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah on Adhir Chowdhury: 'দলই ওকে সময় দেয় না', সংসদে অধীরকে চরম কটাক্ষ শাহের - মণিপুর

মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে অধীর চৌধুরীর উদ্দেশে তীব্র শ্লেষাত্মক কটাক্ষ করলেন অমিত শাহ । তাঁর দলই সংসদে বলার জন্য সময় দেয় না বলে সংসদে চরম রসিকতা যুক্ত কটাক্ষ করলেন অমিত শাহ ।

Etv Bharat
অধীর চৌধুরীকে কটাক্ষ অমিত শাহের

By

Published : Aug 9, 2023, 10:50 PM IST

Updated : Aug 9, 2023, 11:07 PM IST

নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ । আর ভাষণের শুরু থেকেই একাধিক বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বারংবার খোঁচা দিতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে ৷ বহরমপুরের সাংসদের আচরণে এক সময় পালটা টিপ্পনীও ছুঁড়ে দেন অমিত শাহ। কিন্তু কাশ্মীর প্রসঙ্গে বলার সময় আবারও অধীর চৌধুরী বাধা দিলে মৃদু ক্ষুব্ধ হয়েই ট্রেজারি বেঞ্চের নিজের আসনেই বসে পড়েন অমিত শাহ। এরপরই অধীর চৌধুরীর উদ্দেশে রসিকতাপূর্ণ কটাক্ষ শোনা যায় অমিত শাহের গলায় ।

বুধবার জবাবি ভাষণে সরকারের নয় বছরের হিসাব লোকসভায় তুলে ধরছিলেন অমিত শাহ । সেসময় বিপরীত দিক থেকে অধীর চৌধুরী আচমকাই বলতে শুরু করেন । তিনি অমিত শাহের উদ্দেশে বলেন, "অনাস্থা প্রস্তাবের বিষয়ে বলুন ।" যার উত্তরে অমিত শাহ বলেন, "অনাস্থা প্রস্তাব কোনও একটি বিষয়ের উপর হয় না । গোটা সরকারের উপরেই এই অনাস্থা ।" আর সে কারণেই তিনি যে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সাফল্য তুলে ধরবেন সংসদে, সেটাই কাঙ্খিত । এরপর জন ধন যোজনা থেকে একাধিক প্রকল্প উদ্ধৃত করে কংগ্রেসকে বিঁধতে থাকেন অমিত শাহ । পালটা বিরোধীদের তরফেও বাধা দেওয়ার চেষ্টা হয় । কিন্তু কাশ্মীর প্রসঙ্গ উঠতেই ফের অধীর চৌধুরী বাধা দিলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বসে পড়েন অমিত শাহ । যদিও তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী সরস ভঙ্গিতে অধ্যক্ষের উদ্দেশে বলেন, "অধীর চৌধুরীকে তাঁর দলই সময় দেয় না । সংসদে কিছু বলতেও দেয় না । আমি সংসদীয় মন্ত্রীর অনুমতিক্রমে আপনার কাছে অনুরোধ করব, আমাদের সময় থেকে আধঘণ্টা সময় তাঁকে দেওয়া হোক ।"

আরও পড়ুন: 'লজ্জাজনক' আখ্যা দিয়েও মণিপুরের ঘটনাকে রাজনীতির বাইরে রাখতে বললেন শাহ

অমিত শাহের এই বক্তব্যের পর কার্যত হাসির রোল ওঠে এনডিএ শিবিরে । তারপরও অবশ্য থেমে থাকেননি অধীর চৌধুরী । একের পর এক মন্তব্য করতে থাকলে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, "আপনি অনুগ্রহ করে বসে পড়ুন । আমি কথা দিচ্ছি আমাদের থেকে 40 মিনিট সময় আপনাকে দেওয়া হবে । তখন আপনি আপনার যাবতীয় বক্তব্য পেশ করতে পারবেন ।" অন্যদিকে, এদিন মণিপুর ইস্যুতে অমিত শাহের জবাবি ভাষণের পর অধীর চৌধুরী বলেন, "সরকার দেখানোর চেষ্টা করেছে যে মণিপুরের ইস্যু গুরুতর। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে মণিপুর সফরের সময় তিনি রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি 15 দিন পর ফিরে আসবেন। সেই প্রতিশ্রুতির কী হল? সেই সময় মণিপুরের জনগণের কাছে যে প্রস্তাব দিয়েছিলেন তার কী হল? মূল আলোচ্যসূচি লুকোতে তিনি সংসদে সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বললেন। অথচ অনাস্থা প্রস্তাব উত্থাপনের পিছনে কারণ ছিল প্রধানমন্ত্রী যাতে সংসদে মণিপুর নিয়ে কথা বলেন ।"

Last Updated : Aug 9, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details