নয়াদিল্লি, 26 এপ্রিল:শক্তিশালী আইইডি বিস্ফোরণে বুধবার 10 ডিআরজি জওয়ান শহিদ হয়েছেন ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ৷ মাওবাদীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার পরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিকে ছত্তিশগড়ে মাও হামলার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ওনাদের আত্মত্যাগ আজীবন স্মরণে থাকবে ৷"
এদিন দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন 10 সেনা জওয়ান এবং এক গাড়ির চালক ৷ জানা গিয়েছে, মাওবাদীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষে ফিরছিল নিরাপত্তাকর্মীদের দলটি ৷ সেই সময়ই শক্তিশালী আইইডি বিস্ফোরণে উড়ে যায় ডিআরজি জওয়ানদের ছোট বাসটি ৷ ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মীদের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এরপরই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সূত্রের খবর, ডিআরজি সদস্যদের উপর হামলার ঘটনার পর পরিস্থিতির পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।