পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah on ITBP: আইটিবিপি সীমান্তে থাকলে কেউ ভারতের ইঞ্চি জমিও দখল করতে পারবে না, মন্তব্য অমিত শাহের

শনিবার কর্ণাটকের বেঙ্গালুরুতে আইটিবিপির (ITBP) সেন্ট্রাল ডিটেক্টিভ ট্রেনিং ইনস্টিটিউটের এক অনুষ্ঠান হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) হাজির ছিলেন ৷ সেখানেই তিনি ওই বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হন ৷

Amit Shah
অমিত শাহ

By

Published : Dec 31, 2022, 7:06 PM IST

বেঙ্গালুরু, 31 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শনিবার ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি (ITBP)-র প্রশংসা করেছেন ৷ ওই বাহিনীর জওয়ানদের 'হিমবীর' বলে অভিহিত করেছেন ৷ তিনি বলেন, ‘‘এই বাহিনী যখন সীমান্তে থাকে, তখন সেখানে কেউ আমাদের এক ইঞ্চি জমিও দখল করতে পারে না ।’’

শনিবার বেঙ্গালুরুতে আইটিবিপির সেন্ট্রাল ডিটেক্টিভ ট্রেনিং ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানেই তিনি এই বলেন ৷ তাঁর এই কথা বলার মধ্যে নাম না করে চিনকে (China) বার্তা দেওয়ার বিষয়টিও রয়েছে ৷ কারণ, এই কথা বলার সময় তিনি আইটিবিপির চিন সীমান্তে (China Border) মোতায়েন থাকার বিষয়টিও উল্লেখ করেছেন ৷

বেঙ্গালুরুতে আইটিবিপির অনুষ্ঠানে অমিত শাহ

এর পর তাঁর সংযোজন, "আমরা কল্পনাও করতে পারি না যে তাঁরা মাইনাস 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কীভাবে আমাদের সীমানা রক্ষা করেন । এটি কেবল শক্তিশালী ইচ্ছাশক্তি এবং সর্বোচ্চ মাত্রার দেশপ্রেম থাকলে তবেই ঘটতে পারে । আইটিবিপি অরুণাচল প্রদেশ, লাদাখ বা জম্মু ও কাশ্মীরের অদ্ভূত ভৌগোলিক পরিস্থিতিতে কাজ করে ।"

তিনি আরও বলেন, ‘‘ভারতের মানুষ আইটিবিপি জওয়ানদের 'হিমবীর' বলে ডাকে । এই খেতাব পদ্মশ্রী এবং পদ্মবিভূষণের মতো অসামরিক পুরস্কারের চেয়েও বড় । যদিও অসামরিক এই পুরস্কারগুলি সরকারি খেতাব৷ আর 'হিমবীর' হল ভারতের জনগণের দেওয়া উপাধি ৷’’

বেঙ্গালুরুতে আইটিবিপির অনুষ্ঠানে অমিত শাহ

এদিন অমিত শাহ আধা সামরিক বাহিনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন ৷ ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে, আধা সামরিক বাহিনীর জওয়ানরা সদর দফতরে পরিবারের সঙ্গে বছরে 100 দিন কাটাতে পারবেন ৷ মানবিক দিক থেকেই বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে তাঁর দাবি ৷ একই সঙ্গে অমিত শাহের দাবি, কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরকার আসার পর আধা সামরিক বাহিনীর জওয়ানদের থাকা ও স্বাস্থ্যের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে ৷

বেঙ্গালুরুতে আইটিবিপির অনুষ্ঠানে অমিত শাহ

একই সঙ্গে তিনি পুলিশি গবেষণা নিয়েও কথা বলেছেন ৷ ভারতে এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, তাঁর কাছে এই নিয়ে সেভাবে কোনও প্রস্তাব আসেনি ৷ অথচ সমাজ ব্যবস্থা প্রতিমুহূর্তে বদলাচ্ছে ৷ তাই এই নিয়ে পুলিশের ভাবনাচিন্তা করা বন্ধ করে দিলে চলবে না ৷ এই নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যেতে হবে ৷ এছাড়া অমিত শাহ বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির পক্ষে মত প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:5 জানুয়ারি ত্রিপুরায় বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details