মণিপুরের ঘটনাকে রাজনীতির বাইরে রাখতে বললেন শাহ নয়াদিল্লি, 9 অগস্ট: মণিপুর ইস্যুতে সংসদে দাঁড়িয়ে শান্তির আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একই সঙ্গে, যে হিংসার ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থন যোগ্য নয় বলে সাফ জানান তিনি । এই ইস্যুতে বুধবার অমিত শাহ বলেন, "আমি একমত যে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কেউ সমর্থন করতে পারে না।" পাশাপাশি, মণিপুরের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিৎ নয় বলেও মন্তব্য করেন তিনি । এদিন লোকসভায় অমিত শাহ বলেন, "এই ঘটনা নিয়ে রাজনীতি করা লজ্জাজনক । প্রথম দিন থেকেই আমি মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত ছিলাম । কিন্তু বিরোধীরা কখনোই আলোচনা করতে চায়নি। বিরোধীরা চায় না আমি কথা বলি, কিন্তু তারা আমাকে চুপ করাতে পারবে না।"
মণিপুর ইস্যুতে লোকসবায় আনাস্থা প্রস্তাবে জবাবি ভাষণ দিতে গিয়ে কংগ্রেস-সহ বিরোধীদের এদিন একহাত নিয়েছেন অমিত শাহ । এদিন তিনি বলেন, "আমি জবাব দিতে প্রস্তুত, এটা আমার কর্তব্য। আমি মণিপুরের দুই সম্প্রদায়, এই সংসদ এবং বিরোধী দলের প্রতিও জবাবদিহি করতে বাধ্য। কিন্তু তারা (বিরোধীরা) আমাকে কথা বলতে দিচ্ছে না, এটা কেমন গণতন্ত্র?" এরপরই কার্যত হুঁশিয়ারির সুরে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, "130 কোটি মানুষ আমাদের নির্বাচিত করেছে তাই আমাদের কথা শুনতে হবে ।"
লোকসভায় এদিন মণিপুর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের আমলে গত ছ'বছরে কারফিউ জারি করার প্রয়োজন কখনও হয়নি । অমিত শাহ বলেন, "মে মাসে (মণিপুরে) 107 জন নিহত হয়েছেন। জুনে 30 জন, জুলাই মাসে 15 জন নিহত হয়েছেন। মে মাসে নিহত 107 জনের মধ্যে 3, 4 ও 5 মে 68 জন নিহত হয়েছেন। তবে এখানে হিংসা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে ।" এরপরই সরাসরি রাহুল গান্ধির উদ্দেশে তীব্র আক্রমণ করে শাহ অভিযোগের সুরে বলেন, "আগুনে ঘি ঢালছেন। এইভাবে আগুনে তেল ঢালা উচিত নয়।" একইসঙ্গে, কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে তিনি জানান, গত 1993 সালে নাগা-কুকি সংঘর্ষে 700 জন নিহত হয় মণিপুরে । প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সংসদে সেই সময় বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: 13 বার প্রজেক্ট করে প্রত্যেকবারই ফেল; নাম না-করে রাহুলকে কটাক্ষ শাহের
এদিন বক্তব্যের শেষ পর্যায়ে অমিত শাহ বলেন, "আমি এই সদনে দাঁড়িয়ে হাত জোড় করে মণিপুরের দুই সম্প্রদায়কে বলছি, আসুন ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসুন । আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে । এই বিষয়ে রাজনীতি করা উচিৎ নয় । ভারত সরকার আপ্রাণ চেষ্টা করছে সেখানে যাতে শান্তি ফিরে আসে ।"