টুমকুরু/শিবামোগ্গা (কর্ণাটক), 2 মে: রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি হাতে গোনা কয়েকটা দিন ৷ তার আগে নির্বাচনী প্রচারে ঝড় কর্ণাটকে ৷ বিজেপির হয়ে দক্ষিণের রাজ্যে একের পর এক নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দক্ষিণের এই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে রাজকীয় রোড-শো করলেন ৷ তাঁর এই রোড-শো'য়ে এদিন ছিল উপচে পড়া ভিড় ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি'র 'কাটে কি টক্কর' হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
বিজেপি শাসিত রাজ্যটিতে বাসবরাজ বোম্মাইয়ের সরকার ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের 4 শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে ৷ এর সমর্থনে শাহ জানান, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক ৷ গুব্বির জনসভায় শাহ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কর্ণাটকের উন্নয়নে অনেক কিছু করেছেন ৷ বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য় সংরক্ষণ বন্ধ করে দিয়েছে ৷ তার বদলে ভোক্কালিগাস, লিঙ্গায়ত এবং তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের হার বাড়ানো হয়েছে ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কংগ্রেস ক্ষমতায় ফিরলে তারা এই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে ৷ ফের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চালু করবে ৷ আপনারা কি চান তাদের সংরক্ষণ ফিরে আসুক ?"