নয়াদিল্লি, 7 ডিসেম্বর: ঘূর্ণিঝড়ের জেরে হওয়া বৃষ্টিতে বানভাসী চেন্নাই ৷ তামিলনাড়ুর রাজধানীর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পদক্ষেপ করল কেন্দ্রের মোদি সরকার ৷ দেশের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি তহবিল তৈরি করা হল কেন্দ্রের তরফে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, ওই তহবিল থেকে প্রথম অর্থ বরাদ্দ করা হচ্ছে চেন্নাইয়ের জন্য ৷
এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে (আগে যে টুইটার নামে পরিচিত ছিল) জানিয়েছেন, গত আট বছরে এই নিয়ে তিনবার চেন্নাই বড় ধরনের বন্যার সম্মুখীন হল ৷ শুধু চেন্নাই নয়, দেশের অন্য মেট্রোপলিটন শহরগুলিতেও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে বেশ কয়েকবার ৷ সেই কারণে স্বতঃপ্রণোদিত হয়ে এই সমস্যার সমাধানে পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
কী সেই পদক্ষেপ ? সেই ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ ওই পোস্টে লিখেছেন, কেন্দ্রের তরফে একটি ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড বা এনডিএমএফ তৈরি করা হচ্ছে ৷ শহুরে এলাকায় বন্যা পরিস্থিতির সমস্যা দূরীকরণেই এই প্রকল্প নেওয়া হচ্ছে ৷ এই প্রকল্পের অধীনে চেন্নাইকে বন্যা পরিস্থিতির হাত থেকে বাঁচাতে 561.29 কোটি টাকা খরচ হবে ৷ এর মধ্যে কেন্দ্র দেবে 500 কোটি টাকা ৷ চেন্নাই বেসিন প্রজেক্টের মাধ্যমে সুংসহত শহুরে বন্যা ব্যবস্থাপনা তৈরি করা হবে ওই টাকা দিয়ে ৷