পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চেন্নাইয়ের পরিস্থিতি দেখে মেট্রো শহরগুলিতে বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ মোদি সরকারের - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah on Chennai Flood: চেন্নাইয়ের বানভাসী পরিস্থিতি দেখে দেশের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড নামে একটি তহবিল তৈরি করল কেন্দ্রের মোদি সরকার ৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে করা এই পদক্ষেপের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Amit Shah-PM Narendra Modi
Amit Shah-PM Narendra Modi

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 2:53 PM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: ঘূর্ণিঝড়ের জেরে হওয়া বৃষ্টিতে বানভাসী চেন্নাই ৷ তামিলনাড়ুর রাজধানীর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পদক্ষেপ করল কেন্দ্রের মোদি সরকার ৷ দেশের বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি তহবিল তৈরি করা হল কেন্দ্রের তরফে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, ওই তহবিল থেকে প্রথম অর্থ বরাদ্দ করা হচ্ছে চেন্নাইয়ের জন্য ৷

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে (আগে যে টুইটার নামে পরিচিত ছিল) জানিয়েছেন, গত আট বছরে এই নিয়ে তিনবার চেন্নাই বড় ধরনের বন্যার সম্মুখীন হল ৷ শুধু চেন্নাই নয়, দেশের অন্য মেট্রোপলিটন শহরগুলিতেও একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে বেশ কয়েকবার ৷ সেই কারণে স্বতঃপ্রণোদিত হয়ে এই সমস্যার সমাধানে পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কী সেই পদক্ষেপ ? সেই ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ ওই পোস্টে লিখেছেন, কেন্দ্রের তরফে একটি ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড বা এনডিএমএফ তৈরি করা হচ্ছে ৷ শহুরে এলাকায় বন্যা পরিস্থিতির সমস্যা দূরীকরণেই এই প্রকল্প নেওয়া হচ্ছে ৷ এই প্রকল্পের অধীনে চেন্নাইকে বন্যা পরিস্থিতির হাত থেকে বাঁচাতে 561.29 কোটি টাকা খরচ হবে ৷ এর মধ্যে কেন্দ্র দেবে 500 কোটি টাকা ৷ চেন্নাই বেসিন প্রজেক্টের মাধ্যমে সুংসহত শহুরে বন্যা ব্যবস্থাপনা তৈরি করা হবে ওই টাকা দিয়ে ৷

পরে দক্ষিণ ভারতের প্রাকৃতিক পরিস্থিতি নিয়ে আরও একটি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি সেখানে জানান, ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ অনেক এলাকা প্লাবিত ৷ চাষেও ক্ষতি হয়েছে ৷ এই পরিস্থিতি ওই এলাকায় ত্রাণের কাজ সঠিকভাবে যাতে হয়, সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দুই রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

অমিত শাহ জানিয়েছেন, এসডিআরএফ-এর জন্য দ্বিতীয় কিস্তির টাকা আগেই ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্ধ্রপ্রদেশকে 493.60 কোটি টাকা এবং তামিলনাড়ুকে 450 কোটি টাকা দিতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ কেন্দ্রের তরফে এই তহবিলের প্রথম কিস্তির টাকা আগেই দুই রাজ্যকে দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত 'মিগজাউম', ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বানভাসি চেন্নাইয়ে মৃত 17
  2. অন্ধ্র উপকূলে ল্যান্ডফল মিগজাউমের! বাপাতলায় তাণ্ডব শুরু প্রবল ঘূর্ণিঝড়ের
  3. ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার; ত্রাণ তহবিল চেয়ে মোদিকে চিঠি স্টালিনের

ABOUT THE AUTHOR

...view details