পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের - অমিত শাহ

Amit Shah on Indian Economy: শনিবার উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিটে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে ৷

Amit Shah
Amit Shah

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 8:38 PM IST

দেরাদুন, 9 ডিসেম্বর: 2025 সালের মধ্যে ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিটে তিনি এই কথা জানান ৷ তাঁর আরও বক্তব্য, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের জন্যই ভারতের অগ্রগতি দ্রুত হয়েছে ৷

তিনি বলেন, "বিশ্ব আজ আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে । 2014 থেকে 2023 সালের মধ্যে, ভারত বিশ্বের 11তম অর্থনীতি থেকে পঞ্চম অর্থনীতির অবস্থান থেকে উঠে এসেছে । স্বাধীনতার 75 বছরে দেশ এত বড় সাফল্য আগে কখনও পায়নি ।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের জিডিপির গতি বৃদ্ধির চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ৷ তাছাড়া জি20 শীর্ষ সম্মেলনে দিল্লি ঘোষণাপত্র কূটনৈতিক দিক থেকে বড় সাফল্য ৷

অমিত শাহ আরও জানান, গত দশ বছরে দেশের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে ৷ এই সময়ের মধ্যে সারা দেশে সাড়ে 13 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে । তিনি বলেন, "আইএমএফ ভারতকে অন্ধকার অঞ্চলে একটি উজ্জ্বল স্থান হিসাবে বর্ণনা করেছে । মরগান স্ট্যানলি বলেছেন 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হবে ৷ জাপান ও জার্মানির চেয়ে এগিয়ে যাবে । এইগুলি ভালো লক্ষণ । ভারতের সময় এসেছে ।"

উত্তরাখণ্ডের এই বাণিজ্য সম্মেলন নিয়ে তিনি সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির প্রশংসা করেন ৷ ওই সম্মেলনে যে বিনিয়োগ সম্ভাবনা তৈরি হয়েছে, তা নিয়ে উত্তরাখণ্ড সরকারের প্রশংসা করেন অমিত শাহ ৷ বিনিয়োগকারীদেরও উত্তরাখণ্ডে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বানও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তিনি জানান, দিল্লির কাছাকাছি জায়গায়গুলির মধ্যে উত্তরাখণ্ড দেশের সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা ৷ এটা বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে বড় ইতিবাচক দিক ৷ তিনি আরও জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী ছোট রাজ্য তৈরি করেছিলেন অনেক আশা নিয়ে ৷ তাঁর সেই আশাপূরণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর
  2. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক
  3. 2030 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, রয়েছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার সুযোগ

ABOUT THE AUTHOR

...view details