দেরাদুন, 9 ডিসেম্বর: 2025 সালের মধ্যে ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷ শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিটে তিনি এই কথা জানান ৷ তাঁর আরও বক্তব্য, গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের জন্যই ভারতের অগ্রগতি দ্রুত হয়েছে ৷
তিনি বলেন, "বিশ্ব আজ আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে । 2014 থেকে 2023 সালের মধ্যে, ভারত বিশ্বের 11তম অর্থনীতি থেকে পঞ্চম অর্থনীতির অবস্থান থেকে উঠে এসেছে । স্বাধীনতার 75 বছরে দেশ এত বড় সাফল্য আগে কখনও পায়নি ।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের জিডিপির গতি বৃদ্ধির চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ৷ তাছাড়া জি20 শীর্ষ সম্মেলনে দিল্লি ঘোষণাপত্র কূটনৈতিক দিক থেকে বড় সাফল্য ৷
অমিত শাহ আরও জানান, গত দশ বছরে দেশের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে ৷ এই সময়ের মধ্যে সারা দেশে সাড়ে 13 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে । তিনি বলেন, "আইএমএফ ভারতকে অন্ধকার অঞ্চলে একটি উজ্জ্বল স্থান হিসাবে বর্ণনা করেছে । মরগান স্ট্যানলি বলেছেন 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে আবির্ভূত হবে ৷ জাপান ও জার্মানির চেয়ে এগিয়ে যাবে । এইগুলি ভালো লক্ষণ । ভারতের সময় এসেছে ।"