নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: নারীর ক্ষমতায়নকে রাজনৈতিক ইস্যু ব্যবহার করে অন্য রাজনৈতিক দলগুলি ৷ এই নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করে তারা ৷ কিন্তু বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ভাবনার শরিক নন ৷ বুধবার সংসদে এই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
এ দিন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয় ৷ একেবারে শেষের দিকে এই আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সময় তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি জানান, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নারীর ক্ষমতায়ন নীতি ও বিশ্বাসের বিষয় ৷
উল্লেখ্য, গত সোমবার সংসদে শুরু হয় বিশেষ অধিবেশন ৷ পুরনো ভবনে অধিবেশন শুরু হলেও মঙ্গলবার থেকে তা চলে আসে সংসদের নতুন ভবনে ৷ সেখানে প্রথম বিল হিসেবে লোকসভায় বেশ করা হয় নারী শক্তি বন্ধন অধিনয়ম 2023 বা মহিলাদের জন্য লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণ সংক্রান্ত বিল ৷ বুধবার এই বিল নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবারের প্রসঙ্গ টানেন অমিত শাহ ৷
যেহেতু ওই দিন গণেশ চতুর্থী ছিল, তাই ওই দিনটিকে তিনি শুভ বলে উল্লেখ করেন ৷ সেই দিনেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ হওয়াকে তিনি নতুন যুগের সূচনা বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ পাশাপাশি তিনি মোদি সরকারের জমানায় কীভাবে মহিলাদের উন্নয়নে কাজ করা হয়েছে, সেই সংক্রান্ত খতিয়ানও তুলে ধরেন ৷ একই সঙ্গে ব্যাখ্যা দেন যে জনগণনা ও ডিলিমেটশনের পর এই বিল কার্যকর করা কেন জরুরি ৷