কোরবা (ছত্তিশগড়), 7 জানুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে দেশকে মাওবাদী (Naxalism) মুক্ত করার প্রক্রিয়া চলছে ৷ শনিবার এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ এদিন তিনি ছত্তিশগড়ের কোরবা জেলায় এক সমাবেশে যোগ দেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন । একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে মাওবাদী হিংসার ঘটনা ক্রমশ কমছে ৷ 2009 সালে 2 হাজার 258টি মাওবাদী হিংসার ঘটনা ঘটেছিল ৷ 2021 সালে তা কমে 509 হয়েছে ৷
তিনি বলেন, "আমরা মাওবাদী-পীড়িত এলাকাকে নকশালদের হাত থেকে মুক্ত করার দরজায় পৌঁছেছি । 2009 সালে, কংগ্রেসের আমলে, 2258টি মাওবাদী হামলার ঘটনা সারা দেশে হয়েছিল । 2021 সালে এই ধরনের মাওবাদী হামলার ঘটনা 509-এ নেমে এসেছে । 2024 সালের নির্বাচনের আগে, মাওবাদীদের কবল থেকে গোটা দেশকে মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে ।”
বিজেপির (BJP) এই হেভিওয়েট নেতা ছত্তিশগড়ের কংগ্রেস (Congress) সরকারকেও কটাক্ষ করেছেন ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস সরকারের আমলে এই রাজ্যে অপরাধ ও দুর্নীতি বৃদ্ধি পেয়েছে । তিনি বলেন, "ছত্তিশগড়ে, কংগ্রেস সবসময় অনগ্রসর শ্রেণির কথা বলে ৷ কিন্তু তাদের কিছুই দেয়নি । বিজেপি সরকার অনগ্রসর শ্রেণির কমিশন গঠন করেছে এবং অনগ্রসর শ্রেণির লোকদের সাংবিধানিক অধিকার দিয়েছে ।’’