নয়াদিল্লি, 24 জুলাই:মণিপুর ইস্যুতে সংসদে আলোচনার জন্য রাজি কেন্দ্রীয় সরকার ৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার জানান, মণিপুরের পরিস্থিতি নিয়ে লোকসভায় আলোচনা করতে তিনি রাজি ৷ যদিও অমিত শাহের বক্তব্যের কোনও প্রভাব পড়েনি বিরোধীদের উপর ৷ তারা এদিনও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেই অনড় থেকেছে ৷ বিরোধীদের চরম হট্টগোলের জেরে বন্ধ করে দেওয়া হয় দুই কক্ষেরই অধিবেশন ৷
মণিপুর নিয়ে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ৷ বিরোধীদের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতিই তারা চাইছে ৷ সম্প্রতি দুই মহিলাকে নগ্ন করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো এবং তাঁদের উপর যৌন নির্যাতনের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে গর্জে ওঠে গোটা দেশ ৷ বিজোপির তরফেও মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবি জানানো হয় ৷ সেই মতোই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানান, তিনি মণিপুর ইস্যুতে আলোচনায় ইচ্ছুক ৷ কিন্তু অমিত শাহের কথায় অবশ্য এদিনও চিঁড়ে ভেজেনি ৷
এদিন অমিত শাহ বলেন, "মণিপুরের মতো সংবেদনশীল বিষয় নিয়ে সরকার এবং বিরোধীদলের তরফে আলোচনা চাওয়া হয়েছিল ৷ আমি আলোচনার জন্য প্রস্তুত ৷" এর সঙ্গেই, বিরোধীদের বিঁধে তিনি বলেন, "কিন্তু আমি বুঝতে পারছি না কেন বিরোধী দল আলোচনা চাইছে না ! অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যা নিয়ে আলোচনা প্রয়োজন ৷ আমি বিরোধী দলের নেতাকে অনুরোধ করব, অনুগ্রহ করে মণিপুরের মতো জ্বলন্ত ইস্যুতে যাতে চর্চা হয়, তা বিবেচনা করুন ৷"