নয়াদিল্লি, 4 ডিসেম্বর : কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণার পরই জল্পনা ছড়িয়েছিল যে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে বিজেপি, অমরিন্দর সিং (Captain Amrinder Singh) ও শিরোমনি অকালি দলের (Shiromani Akali Dal) জোটের রাস্তা পরিষ্কার হল ৷ এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন স্বয়ং অমিত শাহ (Amit Shah on Punjab Poll) ৷ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও শিরোমনি অকালি দলের নেতা সুখদেব সিং ধিন্দসার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে (amit shah says bjp in talks with Amrinder, sad for alliance in Punjab) ৷
এদিন নয়াদিল্লিতে একটি লিডারশিপ সামিটে অংশ নেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ পাশাপাশি তিনি জানান, পঞ্জাব ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কৃষকদের বিক্ষোভের কোনও প্রভাব পড়বে না ৷ কারণ, কৃষি আইন প্রত্যাহারের পর সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে ৷ উত্তরপ্রদেশে বিজেপিই ফের সরকার গড়তে চলেছে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি ৷
উত্তরপ্রদেশ ও পঞ্জাবে আরও কয়েকটি রাজ্যের সঙ্গে আগামী বছরের গোড়ায় বিধানসভা নির্বাচন ৷ উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ৷ এবার ভোটে তারা একাই ক্ষমতা ধরে রাখার লড়াই করছে ৷ কিন্তু পঞ্জাবে বিজেপি বিরোধী আসনে ৷ সেখানে কংগ্রেস সরকারে ৷ তাই ওই রাজ্যে ভোটে জিততে মরিয়া গেরুয়া শিবির ৷ ভোটের কয়েকমাস আগে অমিত শাহের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷