নয়াদিল্লি, 04 ডিসেম্বর: পক্ষাঘাতগ্রস্ত নীতিতে ধুঁকছিল ভারত । তা থেকে দেশকে বাঁচিয়েছেন নরেন্দ্র মোদি । দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah Praises Narendra Modi)। শুধু তাই নয়, সীমান্ত নিরাপত্তার (Border Security of India) শ্রেয়ও মোদিকেই দিলেন তিনি । তাঁর দাবি, সন্ত্রাস হামলার জবাবে পড়শি দেশে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike by Indian Army) এবং বায়ুসেনা অভিযান (Balakot Air Strike) করে আন্তর্জাতিক মহলে ভারতের মাথা উঁচু করে দেন মোদি ।
শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত আলোচনাসভায় অংশ নেন শাহ । সেখানে তিনি বলেন, ‘‘2014-তেই প্রথম স্থিতিশীল সরকার পায় দেশ ৷ তার আগে বার বার ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে ৷ মহিলা-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মন্ত্রীই নিজেকে প্রধানমন্ত্রী ভাবতেন । অসীম ধৈর্য এবং পরিকল্পনা-সহ প্রধানমন্ত্রী মোদি বহু সমস্যার সফল সমাধান করেন ।’’
আরও পড়ুন:Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের