নয়াদিল্লি, 11 অক্টোবর : কয়লা সমস্যা নিয়ে আলোচনা করতে সোমবার জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শক্তিসম্পদ মন্ত্রী আর কে সিং (R. K. Singh) এবং কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) ৷ এই দুই মন্ত্রকের আধিকারিকরা ছাড়াও বৈঠকে যোগ দেন জাতীয় তাপবিদ্যুৎ নিগম (National Thermal Power Corporation) বা এনটিপিসি-র (NTPC) উচ্চপদস্থ প্রতিনিধিরা ৷ উল্লেখ্য়, সম্প্রতি দেশজুড়ে কয়লা সঙ্কট দেখা দিয়েছে ৷ যার জেরে উৎসবের মরশুমে একাধিক রাজ্য অন্ধকারে ডুবে যেতে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের ৷ তার জেরেই এদিনের এই বৈঠক বলে জানা গিয়েছে ৷ বৈঠকে পরিস্থিতি সম্পর্কে বিশদে খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কীভাবে সমস্যার মোকাবিলা করা হবে, আলোচনা হয়েছে তা নিয়েও ৷
আরও পড়ুন :Rujira Banerjee : সশরীরে হাজিরার প্রয়োজন নেই, দিল্লি হাইকোর্টের নির্দেশে স্বস্তি রুজিরার
প্রসঙ্গত, ভারতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে 135 টি চলে কয়লা দিয়ে ৷ এর মধ্যেই অর্ধেকরও বেশি কেন্দ্রে কয়লার সঙ্কট ব্যাপক আকার নিয়েছে ৷ তাদের হাতে তিনদিনেরও কম জ্বালানি মজুত রয়েছে ৷ যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা ভারতের একার নয় ৷ অতিমারি আবহে এবং লকডাউন পরবর্তী সময়ে চাহিদা ও জোগানের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে ৷ তার জেরেই তৈরি হয়েছে এই সঙ্কট ৷