পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jagdeep Dhankhar : দিল্লির এইমসে অসুস্থ ধনকড়ের সঙ্গে দেখা করলেন অমিত শাহ - অমিত শাহ

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বুধবার সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান অমিত শাহ ৷ সূত্রের দাবি, ধনকড়ের স্বাস্থ্যের খোঁজ নিতেই সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

Amit Shah met Jagdeep Dhankhar at AIIMS Delhi
Jagdeep Dhankhar : দিল্লির এইমসে অসুস্থ ধনকড়ের সঙ্গে দেখা করলেন অমিত শাহ

By

Published : Oct 27, 2021, 3:21 PM IST

Updated : Oct 27, 2021, 4:41 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর :দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ৷ তবে এর সঙ্গে প্রশাসনের কোনও সম্পর্ক নেই বলেই জানা গিয়েছে ৷ আসলে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দিল্লির এইমসে (AIIMS Delhi) চিকিৎসাধীন রয়েছেন ধনকড় ৷ বুধবার সেখানেই তাঁকে দেখতে যান অমিত শাহ ৷ রাজ্যপালের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি ৷ বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আড্ডাও দেন তাঁরা ৷ সেই সময় সেখানে ধনকড়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকও উপস্থিত ছিলেন ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar : দার্জিলিং সফরের মাঝেই সস্ত্রীক টয় ট্রেন ভ্রমণ রাজ্যপালের

উল্লেখ্য, পুজোর সময় সস্ত্রীক পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ দার্জিলিংয়ে বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছিল তাঁকে ৷ তাঁর জন্য টয় ট্রেন সফরেরও আয়োজন করা হয়েছিল ৷ পাহাড়ে ক’টা দিন কাটিয়ে আর কলকাতায় ফেরেননি রাজ্যপাল ৷ বাগডোগরা হয়ে সোজা চলে যান দিল্লি ৷ পরে সেখানেই ম্য়ালেরিয়ায় আক্রান্ত হন ধনকড় ৷ প্রথমে বঙ্গভবনেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, পরে জ্বর বাড়ায় রাজ্যপালকে এইমসে স্থানান্তরিত করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন তিনি ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar: দিল্লি এইমসে ভর্তি ম্যালেরিয়ায় আক্রান্ত জগদীপ ধনকড়

অবশ্য, ইদানীংকালে মাঝেমধ্যেই দিল্লি উড়ে যান রাজ্যপাল ৷ কখনও দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে, কখনও বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৷ তৃণমূল কংগ্রেস-সহ বিজেপি-বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আদতে গেরুয়া শিবিরের দূত ৷ তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকার ৷ তোলা হয়েছে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও ৷ এবারও পাহাড় সফর সেরে কেন সরাসরি দিল্লি চলে গেলেন রাজ্যপাল, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে ৷ আর তার মধ্যেই ম্য়ালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন ধনকড় ৷

Last Updated : Oct 27, 2021, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details