নয়াদিল্লি, 22 নভেম্বর :সোমবার সকাল থেকে দিল্লিতে নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে তৃণমূল সাংসদের ধরনার পর অবশেষে তাঁদের সঙ্গে দেখা করার সময় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন বিকেলে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করছেন অমিত শাহ ৷
রবিবার ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতার ও দলের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে ধরনায় বসেন তৃণমূল সাংসদরা ৷ তাঁরা দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার সময় চেয়েও তাঁরা সময় পাননি ৷ তার প্রতিবাদে এই ধরনা ৷ এদিন দুপুর তিনটে পর্যন্ত ধরনা চলার পর জানা যায় তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দিয়েছেন অমিত শাহ ৷