নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Elections)৷ তার আগে দলের রণনীতি ঠিক করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি (BJP Meeting)৷ সেই বৈঠকে দলীয় নেতৃত্বকে সঠিক দিশা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ জানা গিয়েছে, আগের নির্বাচনে যে 144টি আসন সামান্য ব্যবধানের কারণে হারাতে হয়েছিল, সেগুলিকে ফিরে পেতে রণকৌশল ঠিক করা হবে এই বৈঠকে (BJP Meeting)৷
দিল্লিতে বিজেপির সদর দফতরে আজকের বৈঠকে পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দর যাদব, নরেন্দ্র সিং তোমর, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, মনসুখ মাণ্ডব্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন ৷ বিজেপির একদল মন্ত্রী এর আগেই বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সেখানে পরিদর্শনে গিয়েছেন ৷ বিজেপির নেতৃত্ব গিয়েছিলেন পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, পঞ্জাব ও উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে ৷ বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থী কারা হতে পারেন, তাও খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে সফরকারী নেতাদের উপর ৷