পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP Meeting: নজরে হারানো 144 লোকসভা আসন, বিজেপি বৈঠকে রণনীতি বাতলাবেন শাহ-নাড্ডা - জেপি নাড্ডা

2024 সালের লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি (BJP Meeting)৷ শেষ নির্বাচনে হারানো 144 লোকসভা আসন নিয়ে পর্যালোচনা করবেন জেপি নাড্ডা (JP Nadda) ও অমিত শাহ (Amit Shah)৷

Amit Shah, JP Nadda to meet BJP leaders to discuss roadmap for 144 LS seats
নজরে হারানো 144 লোকসভা আসন, বিজেপি বৈঠকে রণনীতি বাতলাবেন শাহ-নাড্ডা

By

Published : Sep 6, 2022, 2:19 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন (2024 Lok Sabha Elections)৷ তার আগে দলের রণনীতি ঠিক করতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিজেপি (BJP Meeting)৷ সেই বৈঠকে দলীয় নেতৃত্বকে সঠিক দিশা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ জানা গিয়েছে, আগের নির্বাচনে যে 144টি আসন সামান্য ব্যবধানের কারণে হারাতে হয়েছিল, সেগুলিকে ফিরে পেতে রণকৌশল ঠিক করা হবে এই বৈঠকে (BJP Meeting)৷

দিল্লিতে বিজেপির সদর দফতরে আজকের বৈঠকে পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দর যাদব, নরেন্দ্র সিং তোমর, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, মনসুখ মাণ্ডব্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন ৷ বিজেপির একদল মন্ত্রী এর আগেই বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সেখানে পরিদর্শনে গিয়েছেন ৷ বিজেপির নেতৃত্ব গিয়েছিলেন পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, পঞ্জাব ও উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে ৷ বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থী কারা হতে পারেন, তাও খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে সফরকারী নেতাদের উপর ৷

এই মন্ত্রীরা তাঁদের পর্যালোচনার বিস্তারিত রিপোর্ট পেশ করবেন এ দিনের বৈঠকে ৷ 2019 সালের নির্বাচনে যে 144টি লোকসভা আসনে বিজেপি দ্বিতীয় অথবা তৃতীয় হিসেবে শেষ করেছিল, সেই আসনগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ সূত্রের দাবি, ওই সব লোকসভা কেন্দ্রে গিয়ে পর্যালোচনা করেছেন বিজেপির নেতৃত্ব ৷ সেখানকার নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়েছে ৷

আরও পড়ুন:কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের

সেই সব লোকসভা কেন্দ্রে বিজেপি ঠিক কী অবস্থানে রয়েছে, 2024 সালের লোকসভা নির্বাচনে জিততে হলে কী কী পদক্ষেপ করতে হবে, এই সব বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ এই কেন্দ্রগুলির ধর্ম, জাতি, ভৌগোলিক চরিত্র ও ভোটারদের বিষয়ে যাবতীয় তথ্যের উপর ভিত্তি করে সেখানে জয়ের নীলনকশা তৈরি করা হবে বলে সূত্রের তরফে খবর মিলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details