রুদ্রপ্রয়াগ, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার উত্তরাখণ্ডে হাজির হয়েছেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Uttarakhand for Election Campaign) ৷ এদিন নির্বাচন সংক্রান্ত তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সকাল 11টা নাগাদ রুদ্রনাথ মন্দিরে শিবপুজো করে তিনি প্রচার শুরু করেন ৷ তাছাড়া বাড়ি বাড়ি প্রচারও করার কথা রয়েছে তাঁর ৷ একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথাও বলবেন ৷
আগামী 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly Election 2022) ৷ তার আগে সব রাজনৈতিক দলই প্রচারে ঝাঁপিয়েছে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে সভা ও মিছিল (Election Commission impose ban on poll rally due to covid pandemic) ৷ তাই বাড়ি বাড়ি প্রচারও ভরসা রাজনৈতিক দলগুলির কাছে ৷ তাই হেভিওয়েট নেতারাই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েছেন ৷
উত্তরাখণ্ডের সঙ্গে ভোট রয়েছে উত্তরপ্রদেশ ও আরও তিন রাজ্যে ৷ সেখানেও বাড়ি বাড়ি প্রচারেই জনসংযোগ করছেন রাজনৈতিক নেতারা ৷ অমিত শাহ ইতিমধ্যে একাধিকবার উত্তরপ্রদেশ গিয়েছেন ৷ বাড়ি বাড়ি প্রচারও করেছেন ৷ এবার তিনি উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন ৷ বৃহস্পতিবার রাতেই টুইট করে উত্তরাখণ্ডের কর্মসূচির কথা ঘোষণা করেন গান্ধিনগরের সাংসদ ৷