পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Har Ghar Tiranga: নিজের বাসভবনে তেরঙা উত্তোলন, 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিলেন শাহ - জাতীয় পতাকা উত্তোলন

Amit Shah Joins 'Har Ghar Tiranga' Movement: দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে 'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Har Ghar Tiranga
অমিত শাহ

By

Published : Aug 14, 2023, 1:04 PM IST

Updated : Aug 14, 2023, 2:00 PM IST

'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিলেন অমিত শাহ

নয়াদিল্লি, 14 অগস্ট: শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারই তিনি নিজের সোশাল মিডিয়া প্রোফাইলের ডিপি-তে তেরঙার ছবি দিয়ে দেশবাসীকে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন ৷ এ বার সেই আন্দোলনের অংশীদার হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সোমবার তিনি দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে একটি তেরঙা উত্তোলন করেন । এর আগে, রবিবার অমিত শাহ তাঁর রাজ্য সফরের সময় গুজরাতের আহমেদাবাদে একটি 'তিরঙ্গা যাত্রা'রও সূচনা করেছেন ।

'হর ঘর তিরঙ্গা' প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেন, "স্বাধীনতার পর 75 বছর হয়ে গিয়েছে, আমরা দেশের জন্য মরতে পারি না যেহেতু এটি ইতিমধ্যে স্বাধীনতা পেয়েছে ৷ তবে কেউ আমাদের দেশের জন্য বাঁচতে বাধা দিতে পারবে না ৷"

2022 সালের স্বাধীনতা দিবসের কথা স্মরণ করে অমিত শাহ আরও বলেন যে, সে বার এমন কোনও বাড়ি ছিল না, যেখানে তেরঙা উত্তোলন করা হয়নি । শাহের কথায়, "এমন কোনও বাড়ি ছিল না যেখানে 15 অগস্ট, 2022-এ তেরঙা উত্তোলন করা হয়নি । যখন প্রতিটি বাড়িতে তেরঙা উত্তোলন করা হবে, তখনই সমগ্র জাতি তেরঙাময় হবে ৷"

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিতে দেশবাসীর কাছে আবেদন মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজাদি কা অমৃত মহোৎসবের তত্ত্বাবধানে 13 থেকে 15 অগস্ট কেন্দ্রীয় সরকার 'হর ঘর তিরঙ্গা' প্রচার উদযাপন করছে । নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধকে শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে । শনিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব গোবিন্দ মোহন বলেন, আজাদি কা অমৃত মহোৎসবের সারমর্ম সহকারে অংশগ্রহণ এবং 'জন ভাগিদারী' (জনগণের অংশগ্রহণ) বৃদ্ধির কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে শুরু করা 'হর ঘর তিরঙ্গা' অভিযান জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে । এই বছর তিরঙ্গা সমাবেশ দেশের বিভিন্ন স্থানে পুরোদমে চলছে এবং তাতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নজরে আসছে ৷

Last Updated : Aug 14, 2023, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details