পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই শৌর্যগাথা" , 'বিজয় দিবস'-র শুভেচ্ছা জানিয়ে টুইট শাহের - Amit Shah extends wishes on Vijay Diwas

বিজয় দিবস উপলক্ষে আজ দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে 'স্বর্ণিম বিজয় মশাল' প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ' বিজয়দিবস স্মরণ করে টুইট করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ।

Amit Shah
অমিত শাহ

By

Published : Dec 16, 2020, 1:23 PM IST

দিল্লি , 16 ডিসেম্বর : আজ 16 ডিসেম্বর ভারতের 'বিজয় দিবস' । 'বিজয় দিবস' বাংলাদেশেরও । এইদিন ভারতীয় সেনাবাহিনীর কাছেও গর্বের দিন । কারণ , আজকের দিনেই 93 হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় বাংলাদেশ । সেইদিনের কথা স্মরণ করে আজ টুইট করে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

এদিন তিনি টুইটে লেখেন , "1971 সালে আজকের দিনে ভারতীয় সেনারা অদম্য সাহস এবং পরাক্রমের সঙ্গে মানুষের স্বতন্ত্রতার সার্বভৌমিক মূল্যকে রক্ষা করেছে । বিশ্ব মানচিত্রে ঐতিহাসিক বদল ঘটিয়েছে । ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই শৌর্যগাথা প্রত্যেক ভারতীয়কে সবসময় গৌরবান্বিত করবে । প্রত্যেককে বিজয় দিবসের শুভকামনা রইল । "

আরও পড়ুন , 20 তারিখ বোলপুরে পদযাত্রা অমিত শাহর


বিজয় দিবস উপলক্ষে আজ দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে 'স্বর্ণিম বিজয় মশাল' প্রজ্বলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই মশাল একাত্তরের যুদ্ধের শহিদ জওয়ানদের বাড়িতে নিয়ে যাওয়া হবে । আগামী বছর 16 ডিসেম্বর পর্যন্ত 'স্বর্ণিম বিজয় বর্ষ' পালিত হবে ভারতে । টুইট করে শুভেচ্ছা জানান রাহুল গান্ধিও ।

ABOUT THE AUTHOR

...view details