দিল্লি , 16 ডিসেম্বর : আজ 16 ডিসেম্বর ভারতের 'বিজয় দিবস' । 'বিজয় দিবস' বাংলাদেশেরও । এইদিন ভারতীয় সেনাবাহিনীর কাছেও গর্বের দিন । কারণ , আজকের দিনেই 93 হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় বাংলাদেশ । সেইদিনের কথা স্মরণ করে আজ টুইট করে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
এদিন তিনি টুইটে লেখেন , "1971 সালে আজকের দিনে ভারতীয় সেনারা অদম্য সাহস এবং পরাক্রমের সঙ্গে মানুষের স্বতন্ত্রতার সার্বভৌমিক মূল্যকে রক্ষা করেছে । বিশ্ব মানচিত্রে ঐতিহাসিক বদল ঘটিয়েছে । ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই শৌর্যগাথা প্রত্যেক ভারতীয়কে সবসময় গৌরবান্বিত করবে । প্রত্যেককে বিজয় দিবসের শুভকামনা রইল । "