পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit shah : সপরিবারে 'সম্রাট পৃথ্বীরাজ'-এর স্ক্রিনিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি দেখে খুশি ইতিহাসের ছাত্র শাহ - সম্রাট পৃথ্বীরাজ দেখলেন অমিত শাহ

3 জুন মুক্তি পাবে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ ছবিটিতে রয়েছেন অক্ষয় কুমার, প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার ৷ বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে ছবিটি দেখেন অমিত শাহ (Amit shah in Samrat Prithviraj Screening)

Amit shah in theatre
সম্রাট পৃথ্বীরাজ দেখলেন অমিত শাহ

By

Published : Jun 2, 2022, 11:23 AM IST

নয়াদিল্লি, 2 জুন : চেনা রুটিন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব ভার, রাজনীতির কঠিন আলোচনার বাইরে অন্য মেজাজে ধরা দিলেন অমিত শাহ ৷ বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি হাজির হয়েছিলেন 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে (Amit Shah enjoys watching Samrat Prithviraj with family) ৷ ইতিহাস নির্ভর এই ছবির প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ধন্যবাদ জানিয়েছেন ছবিটির প্রযোজক ও অভিনেতাদের ৷

বুধবার ছবিটি দেখার পর তিনি বলেন, "এই ছবিতে ভারতের প্রাচীন সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হয়েছে, ইতিহাসের একজন ছাত্র হিসেবে তা দেখে আমি যে শুধুই খুশি হয়েছি তা নয়, দেশবাসীর জন্য এর গুরুত্বও বুঝতে পেরেছি ৷" শাহ জানিয়েছেন, দীর্ঘ 13 বছর পর তিনি পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখলেন ৷ তিনি বলেন, "13 বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে আমি থিয়েটরে এসে ছবি দেখলাম ৷ ছবির অভিনেতা, প্রযোজকদের সঙ্গে বসে ছবি দেখলাম এই বিশেষ দিনে ৷ এই ছবিতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতা ও স্বাধীনতার বিষয়টি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ৷"

আরও পড়ুন : মানহানি মামলায় জয়ী 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো', বিপুল ক্ষতিপূরণ দেবেন প্রাক্তন স্ত্রী

3 জুন মুক্তি পাবে 'সম্রাট পৃথ্বীরাজ' ৷ ছবিটিতে রয়েছেন অক্ষয় কুমার, প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার ৷ ছবিটির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী ৷

ABOUT THE AUTHOR

...view details